For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কুখ্যাত ড্রাগ কিংপিনের ছেলের গ্রেফতারে অগ্নিগর্ভ মেক্সিকান রাজ্য, বিমান লক্ষ্য করে গুলি

কুখ্যাত মেক্সিকান ড্রাগ কিংপিন এল চ্যাপোর ছেলেকে গ্রেফতারের পরই অগ্নিগর্ভ হয়ে উঠল মেক্সিকোর সিনালোয়া রাজ্য। তুমুল সংঘর্ষ বেঘে গেল অচিরেই। তা কার্যত দাঙ্গার চেহারা নিল। এই ঘটনায় নিরাপত্তা বাহিনীর তিন সদস্য মারা গিয়েছেন।

Google Oneindia Bengali News

কুখ্যাত মেক্সিকান ড্রাগ কিংপিন এল চ্যাপোর ছেলেকে গ্রেফতারের পরই অগ্নিগর্ভ হয়ে উঠল মেক্সিকোর সিনালোয়া রাজ্য। তুমুল সংঘর্ষ বেঘে গেল অচিরেই। তা কার্যত দাঙ্গার চেহারা নিল। এই ঘটনায় নিরাপত্তা বাহিনীর তিন সদস্য মারা গিয়েছেন।

সম্প্রতি নিরাপত্তা বাহিনী গ্রেফতার করে কুখ্যাত মেক্সিকান ড্রাগ কিংপিন এল চ্যাপোর ছেলে ওভিডিও গুজমান লোপেজকে। সে নিজেকে বাবার প্রাক্তন কর্টেলের একজন নেতা হিসেবে দাবি করে। তারপরই তাকে কুলিয়াকানে বন্দি করে রাখা হয়। এরপর তাকে স্থানান্তরিত করা হয় মেক্সিকো সিটিতে।

কুখ্যাত ড্রাগ কিংপিনের ছেলের গ্রেফতারে অগ্নিগর্ভ মেক্সিকো

ওভিডিও গুজমান লোপেজ গ্রেফতারের পরই তার গ্যাংয়ের সদস্যরা রাস্তা অবরোধ করে, গাড়িতে আগুন লাগিয়ে দেয়। তারা স্থানীয় বিমানবন্দরে হামলা চালায়। দুটি বিমানে গুলি লেগেছে উড়ানের আগে। সিনালোয়া বিমানবন্দরে ১০০টিরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। রাজ্যের গভর্নর জানিয়েছে, এই ঘটনায় ১৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ধৃত গুজমান লোপেজের ডাকনাম 'দ্য মাউস'। সে তার বাবার একটি কুখ্যাত সিনালোয়া কার্টেলের দলকে নেতৃত্ব দিত। প্রতিরক্ষামন্ত্রী লুইস ক্রেসেনসিও স্যান্ডোভাল বলেন, ওই সিনালোয়া কার্টেল হল বিশ্বের অন্যতম বৃহত্তম মাদক পাচারকারী সংস্থা। তার বাবা জোয়াকুইন এল চ্যাপো গুজমান ২০১৯ সালে মাদক পাচার ও অর্থ পাচারের অভিযোগে দোষী সাব্যস্ত হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে যাবজ্জীবন কারাদণ্ড ভোট করেছিল।

প্রতিরক্ষা মন্ত্রী স্যান্ডোভাল আরও বলেন, গুজম্যান লোপেজকে ধরার জন্য ছ'মাস ধরে নজরদারি অভিযান চালিয়েছিল। সোশ্যাল মিডিয়ায় এক ভিডিওতে দেখা যাচ্ছে, যে কুলিয়াকানে রাস্তা আটকাচ্ছে তারা। মেক্সিকান এয়ারলাইন্স অ্যারোমেক্সিকো জানিয়েছে, কুলিয়াকান থেকে মেক্সিকো সিটিতে যাওয়ার জন্য নির্ধারিত একটি বিমানের বন্দুকবাজ হামলা চালানো হয়। যখন এটি টেক অফের জন্য প্রস্তুত হচ্ছিল, তখনই এই হামলা চলে।

তবে এই ঘটনায় কোনও যাত্রী বা কারও কোনও ক্ষতি হয়নি। তবে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওতে সেই ছবি দেখা গিয়েছে। আমরা যখন টেক অফের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম তখনই ঘটে যায় বন্দুকবাজ হামলা। বিমানের খুব কাছে আমরা গুলির শব্দ শুনতে পাই। তখন আমরা সবাই বিমানের মেঝেতে শুয়ে পড়ি।

মেক্সোকের বেসামরিক বিমান চলাচল সংস্থা জানিয়েছে, কুলিয়াকানে একটি বিমানবাহিনীর বিমানকেও আঘাত করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আগামী সপ্তাহে উত্তর আমেরিকার নেতাদের শীর্ষ সম্মেলনে যোগ দিতে মেক্সিকো সফরে যাচ্ছেন। ফেডারেল সশস্ত্র বাহিনী বৃহস্পতিবার ভোর থেকে কুলিয়াকানে অভিযানে চালাচ্ছে।

English summary
Mexican state is unrest and shot out in airport after Drug Kingpin El Chapo’s son arrested.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X