মার্কিন মুলুকে এই বিখ্যাত সুরার কথা কী জানেন মুখ্যমন্ত্রী মমতা ! যার নাম 'বেঙ্গলি'
বিদেশে বাঙালি বললেই বোঝায় ডাল-ভাত-মাছের ঝোল। আসলে বাঙালিদের পছন্দের তালিকায় এই তিনটি খাবার সবসময়েই রয়েছে। তবে এবার থেকে আমেরিকায় 'বেঙ্গলি' বললে অন্য কিছুও মনে হবে।

সৌজন্যে 'বেঙ্গলি ' বিয়ার। নিউইয়র্কে এখন চুটিয়ে ব্যবসা করছে এই বাংলা বিয়ার। কেন হঠাৎ এই নামের বিয়ার তৈরি হল তার পিছনেও রয়েছে কারণ। ২০০৪ সালে প্রথম তৈরি হয় বিয়ার। তার নাম তখন অবশ্য রাখা হয়েছিল, 'বেঙ্গলি টাইগার'। হালকা কমলা রঙের বিয়ার দেখে বাংলার রয়্যাল বেঙ্গল টাইগারের কথা মনে পড়ে। তবে ২০১৪ সালে বদলে যায় এই নাম। তার নাম হয় 'বেঙ্গলি'।
তবে শুধু নামেই নয় স্বাদেও বাজিমাত করেছে 'বেঙ্গলি'। সোশ্যাল মিডিয়ায় এই বিয়ার রীতিমতো সুখ্যাত আদায় করে নিয়েছে।
A fitting gift from #downSouth. #bengali #bengalibeer #likethetigercats Thanks #brotherandsister
A post shared by Alok (@alokghosh) on Jul 22, 2016 at 8:23pm PDT
#sixpointbrewery #bengalibeer #sixpointcraftales #beerisculture
A post shared by bethh182 (@bethh182) on Dec 1, 2016 at 11:07am PST
'দ্য বেঙ্গলি টাইগার বিয়ারের গন্ধ দারুণ, পারস্যের স্টলে তরতাজা ফলের মত পাইন বনের মধ্যেক ফুলের মত। ক্যারামেলের থেকেও সুস্বাদু। তরতাজা ফ্লেভারের দারুণ ব্যালান্স , এটা দারুণ ম্যাসেস্টিক ফিচার। '
A post shared by Chris Scheffe (@tappedbrewfest) on Feb 3, 2016 at 2:05pm PST
এরকমভাবেই বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্রশংসা কুড়িয়ে নিচ্ছে 'বেঙ্গলি', বিদেশে বাংলার নামের এই জয়ে আপনি -আমি একটু গর্ব অনুভব করতে পারি।