মালয়েশিয়ার নিখোঁজ বিমানের খোঁজ মেলার দাবি অস্বীকার মালয়েশিয়ান এয়ারলাইন্সের

মালয়েশিয়া সেনার তরফে জানানো হয়েছিল ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে শেষবারের মতো যে জায়গায় বিমানের সঙ্গে যোগাযোগ হয়েছিল, তার থেকে বেশ অনেকটাই দূরে এখন রয়েছে বিমানটি। সেনার দাবি ছিল পূর্ব উপকূলের কাছে রয়েছে এই বিমান।
মঙ্গলবার মালয়েশিয়া বিমান এমএইচ৩৭০ হদিশ পাওয়ার কথা খবরে প্রকাশ হওয়াতে কিছুটা স্বস্তি মিললেও মুহূর্তের মধ্যে তা মিলিয়ে যায়। এই খবর ভিত্তিহীন বলে বুধবার সাংবাদিক বৈঠকে জানিয়ে দেন মালয়েশিয়া কতৃপক্ষ।
শনিবার ভোররাতে দক্ষিণ চীন সাগরের ওপর দিয়ে ওড়ার সময় নিখোঁজ হয়ে যায় বিমানটি। তার আগে পর্যন্ত কোনও বিপদ সঙ্কেত পাওয়া যায়নি। পাইলট অস্বাভাবিক কিছু জানাননি। বিমানে ২৩৯ জন যাত্রী ও ১২ জন ক্রু সদস্য ছিলেন। মালেশিয়ার পূর্ব উপকূলে কোটা ভারু শহরে থাকাকালীন শেষবারের মতো বিমানটির সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়। এর পরই নিখোঁজ হয়ে যায় বিমানটি।
নিখোঁজ বিমান খুঁজতে হুলুস্থুলু পড়ে যায়। ৪০টি জাহাজ এবং ২২টি হেলিকপ্টারকে কাজে লাগানো হয়। দক্ষিণ চীন সাগরের ১০ হাজার বর্গকিলোমিটার জলরাশিতে সন্ধান চালানো একা মালয়েশিয়ার পক্ষে সম্ভব নয় বুঝে জাহাজ পাঠিয়েছিল চীন, ভিয়েতনাম, সিঙ্গাপুর এবং ফিলিপিন্স। ১০টি মহাকাশ স্যাটেলাইটকে কাজে লাগানো হয়েছিল।
সেনার তরফে জানানো হয়েছে, বিমানটি কোটা ভারু পর পথ পরিবর্তন করে এবং নিম্ন উচ্চতায় নিয়ে যাওয়া হয় বিমানটিকে। তদন্তের পর এমনটাই জানা গিয়েছে বলে তাদের দাবি। প্রায় চার দিন ধরে ২৩৯ জন যাত্রী সমেত নিখোঁজ থাকা বিমানটি মালাক্কার কাছে একটি এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে শেষ যোগাযোগ করে বলে মালয়েশিয়া সেনার তরফে জানানো হয়েছিল।