For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রতিবেশী দেশে প্রবল ভূমিকম্প! কমপক্ষে ১১ জনের মৃত্যু, আহত ১২২

প্রতিবেশী চিনে প্রবল ভূমিকম্প। এখনও পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা ১২২। সোমবার রাত থেকে সিচুয়ান প্রদেশে দুটি ভূমিকম্প হয়।

  • |
Google Oneindia Bengali News

প্রতিবেশী চিনে প্রবল ভূমিকম্প। এখনও পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা ১২২। সোমবার রাত থেকে সিচুয়ান প্রদেশে দুটি ভূমিকম্প হয়। প্রথমটি হয় স্থানীয় সময় রাত ১০.৫৫-তে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের তীব্রতা ছিল ৬। পরেরটি হয় মঙ্গলবার সকালে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের তীব্রতা ছিল ৫.৩।

প্রতিবেশী দেশে প্রবল ভূমিকম্প! কমপক্ষে ১১ জনের মৃত্যু, আহত ১২২

চিনের সরকারি সংবাদ সংস্থা জিনহুয়া জানিয়েছে, এখনও বেশ কয়েকজন ধ্বংস স্তূপের মধ্যে আটকা পড়ে রয়েছেন। সুয়াংঘি টাউনশিপ থেকে চারজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, প্রবল ভূমিকম্পগুলির পরে স্বল্পমাত্রা ভূমিকম্প(আফটার শক) হয়। ফলে বাসিন্দাদের মধ্যে আরও আতঙ্ক
ছড়ায়। ভূমিকম্প যে সময়ে হয়েছে, তখন অনেকেই বিশ্রামরত অবস্থায় ছিলেন। প্রথম ভূমিকম্পটি প্রায় একমিনিট ধরে হয় বলে জানিয়েছেন স্থানীয়রা। হি জেক্সি জানিয়েছেন, প্রথমবার ভূমিকম্প ইলেকট্রিক ফ্যান কাঁপতে থাকে। যা চলে প্রায় ৩০ সেকেন্ড।

প্রাদেশিক রাজধানী চেংডুতে ভূমিকম্পের মিনিট খানের আগে আর্লি ওয়ার্নিং সিস্টেম সতর্ক করে বলে জানা গিয়েছে।

সেদেশের ন্যাশনাল ফুড অ্যান্ড স্ট্রাটেজিক রিজার্ভ অ্যাডমিনিস্ট্রেশনের তরফে ৫০০ হাজার তাঁবু, ১০ হাজার ফোল্ডিং বিছানা পাঠানো হয়েছে, ভূমিকম্প বিধ্বস্ত এলাকায়।

ভূমিকম্প অনুভূত হয়েছে পার্শ্ববর্তী জেলাগুলিতে। যদিও এইসব এলাকায় হতাহতের কোনও খবর নেই।

English summary
Magnitude of 6 earthquake shook Sichuan province in China
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X