For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জম্মুকে টার্গেট করছে লস্কর, পাক সীমান্তে নতুন জঙ্গি লঞ্চ প্যাড তৈরি হচ্ছে!

গোয়েন্দা সূত্রে জানাচ্ছে, সীমান্তে লস্কর-ই-তৈবা দুটি লঞ্চ প্যাডে বেশ কয়েকজন করে জঙ্গিকে নিয়োগ করে জম্মুতে সন্ত্রাস হানার ছক কষছে।

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ৩ নভেম্বর : জম্মু ও কাশ্মীরে সীমান্তের ওপারে পাকিস্তানে নতুন জঙ্গি লঞ্চ প্যাড তৈরি করে সন্ত্রাস তৈরির চেষ্টা করছে জঙ্গিরা। আন্তর্জাতিক সীমান্তে ভারতীয় নিরাপত্তা রক্ষীরা এমনই কয়েকটি জঙ্গি লঞ্চ প্যাডের সন্ধান পেয়েছেন। [উরি হামলার দায় স্বীকার করে পাকিস্তানে 'খুল্লামখুল্লা' প্রচার লস্কর-ই-তৈবার!]

গোয়েন্দা সূত্রে জানাচ্ছে, সীমান্তে লস্কর-ই-তৈবা দুটি লঞ্চ প্যাডে বেশ কয়েকজন করে জঙ্গিকে নিয়োগ করে জম্মুতে সন্ত্রাস হানার ছক কষছে। [হাফিজ খালিদ ওয়ালিদ, ভারতের মাথাব্যথার নয়া কারণ এই জঙ্গি! কি এর পরিচয়?]

সীমান্তে নতুন ঘাঁটি তৈরি করে জম্মুকে টার্গেট করেছে লস্কর!

সেপ্টেম্বরের শেষে ভারতীয় সেনা সীমান্তের ওপারে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর পরে পাকিস্তান সীমান্তে অবস্থিত বেশ কয়েকটি জঙ্গি লঞ্চ প্যাড বন্ধ করে দিতে হয়েছিল। গোয়েন্দারা জানাচ্ছেন, মাসখানেক যেতে না যেতেই ফের সেইসমস্ত জঙ্গি লঞ্চ প্যাডের কয়েকটিকে বেছে নিয়ে ফের সেখানে গত কয়েকদিন ধরে নাশকতামূলক কাজকর্ম শুরু করেছে লস্কর জঙ্গিরা। [ইশরত জাহানকে 'আত্মঘাতী লস্কর জঙ্গি' বলে দাবি হেডলির]

কেন্দ্রীয় ইন্টেলিজেন্স ব্যুরোর মতে, পাকিস্তান গত কয়েক সপ্তাহে বারবার করে সীমান্তে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে চলেছে। জঙ্গিদের ভারতে ঢোকার রাস্তা করে দিতে এটি তাদের রণকৌশল বলেই মনে করছেন ভারতীয় গোয়েন্দারা।

কারণ সীমান্তে জঙ্গিদের ভারতে ঢোকার সুযোগ করে দিতে অবিরাম কভার ফায়ার করে চলেছে পাক সেনা। লস্কর জঙ্গিরা সেই সুযোগে জম্মুকে টার্গেট করে নাশকতা ছড়ানোর চেষ্টা করবে বলে গোয়েন্দা সূত্রে খবর। সেজন্যই সীমান্তে অচল জঙ্গি লঞ্চ প্যাডগুলিকে সচল করার চেষ্টা চলছে।

এই কাজে লস্করের সঙ্গে হাত মিলিয়েছে জঈশ-ই-মহম্মদের মতো জঙ্গি সংগঠন। অনেক পরিমাণে জঙ্গিদের সীমান্তে মোতায়েন করে সীমান্ত পার করার সবরকম চেষ্টা ওপার থেকে জঙ্গিরা চালাচ্ছে। সেক্ষেত্রে জম্মুকেই প্রধান টার্গেট করা হয়েছে।

English summary
Lashkar-e-Tayiba is activating its defunct launch pads along border
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X