For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হাসিনার বিরুদ্ধে আন্দোলনের রূপরেখা ঘোষণা খালেদার

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

শেখ হাসিনা ও খালেদা জিয়া
ঢাকা, ১৬ জানুয়ারি: বাংলাদেশে 'গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা' করতে আন্দোলনের রূপরেখা ঘোষণা করলেন বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া। এর ফলে আগামী দিনগুলিতে দেশে যথারীতি অচলাবস্থা বহাল থাকবে বলে আশঙ্কা করছে ওয়াকিবহাল মহল।

এখানকার ওয়েস্টিন হোটেলে একটি সাংবাদিক বৈঠক করেন প্রাক্তন প্রধানমন্ত্রী। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 'স্বৈরাচারী' বলে বর্ণনা করেন। বলেন, গণতন্ত্র আজ বিপন্ন। তাই ২০ জানুয়ারি সারা দেশে গণসমাবেশের ডাক দেওয়া হয়েছে। বিভিন্ন জায়গায় বিএনপি-র স্থানীয় নেতৃত্ব সমাবেশের আয়োজন করবেন। ওইদিন মূল সমাবেশটি হবে সোহরাওয়ার্দি উদ্যানে। ২৯ জানুয়ারি কালো পতাকা নিয়ে মিছিল হবে ঢাকায়। এই কর্মসূচি ঘোষণা করে খালেদা জিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন।

তিনি আরও বলেন, ৫ জানুয়ারির সাধারণ নির্বাচনে অংশ না নেওয়ায় কোনও আক্ষেপ নেই। ওটা ছিল প্রহসনের ভোট। তাঁর দাবি, কোথাও-ই ৫ শতাংশের বেশি ভোট পড়েনি। ৪০ শতাংশ ভোট পড়েছে বলে আওয়ামি লিগ যে দাবি করেছে, তা ভুয়ো। নির্বাচন কমিশন শেখ হাসিনার ভয়ে এই ভুল তথ্যকেই সমর্থন করছে।

নির্বাচনে জিততে না পেরে বিএনপি সন্ত্রাস শুরু করেছে বলে যে অভিযোগ হাসিনা করেছিলেন, তা-ও খণ্ডন করেছেন খালেদা জিয়া। বলেছেন, বিএনপি কখনও হিংসায় বিশ্বাস করে না। মানুষকে সঙ্গে নিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করতে চায়। তাই সরকার ভয় পেয়েছে। বিরোধীদের দলে-দলে ধরে কারাগারে ভরছে। তাঁর অভিযোগ, পাকিস্তানি শাসনের সময়ও দেশের এত খারাপ অবস্থা হয়নি।

English summary
Khaleda Zia to start maass movement against Sheikh Hasina
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X