For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ট্রাম্পের রোলস–রয়েস ফ্যান্টম গাড়ির নিলামে অংশ নিলেন কেরলের এই জহুরি

ট্রাম্পের রোলস–রয়েস ফ্যান্টম গাড়ির নিলামে অংশ নিলেন কেরলের এই জহুরি

Google Oneindia Bengali News

নিজের গয়নার দোকানের উদ্বোধনের জন্য সুদূর আর্জেন্টিনা থেকে উড়িয়ে এনেছিলেন দিয়েগো মারাদোনাকে। কেরলের সেই জহুরি ববি চেম্মার আবার শিরোনামে উঠে এলেন। তবে এবারের কারণ বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ট্রাম্পের ব্যবহার করা রোলস–রয়েস ফ্যান্টম গাড়ি কেনার নিলামে অংশ নিয়েছেন।

ট্রাম্পের রোলস–রয়েস ফ্যান্টম গাড়ির নিলামে অংশ নিলেন কেরলের এই জহুরি


চেম্মার এ প্রসঙ্গে বলেন, '‌হ্যাঁ আমরা এই নিলামে অংশ নিয়েছি। আমাদের টেক্সাসের অফিস এই নিলামে যোগ দেওয়ার জন্য সব উদ্যোগ গ্রহণ করেছে।’ ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হওয়ার আগে পর্যন্ত এই বিলাসবহুল গাড়িটি ব্যবহার করেছিলেন। আমেরিকার বিডিং ওয়েবসাইট মেকাম অকশন, যারা বিশ্বের সবচেয়ে বড় গাড়ির নিলাম সাইট, তারাই ট্রাম্পের গাড়িকে নিলামে বসিয়েছে। ‌

রোলস–র‌য়েস ফ্যান্টম গাড়িতে বিলাসিতার সব ধরনের জিনিস মজুত রয়েছে। এই গাড়িতে রয়েছে থিয়েটার প্যাকেজ, স্টার লাইট হেডলাইনার ও ইলেকট্রনিক পর্দা। ট্রাম্পের এই গাড়িটি ইতিমধ্যেই ৯১,২৪৯ কিমি রাস্তা অতিক্রম করে ফেলেছেন। ২০১০ সালে রোলস রয়েসের তৈরি ফ্যান্টম গাড়ির মডেলটি সেই সময়ের মধ্যে সংস্থাটির তৈরি ৫৩৭ টি গাড়ির মধ্যে অন্যতম একটি গাড়ি।

এই গাড়ির মূল্য কত, এ প্রসঙ্গে চেম্মুর বলেন, '‌আমরা এই গাড়ির প্রাথমিক মূল্য হিসাবে ৩ কোটি ধরে রেখেছি, কিন্তু আমি জানি না নিলাম কোনদিকে এগোবে। বিশ্বজুড়ে বহু গাড়িপ্রেমীরা রয়েছেন এবং আমি এও জানি না যে নিলামে কি হতে চলেছে। কিন্তু আমি এই নিলামে রয়েছি।’‌

English summary
keralas jeweler took part in the auction of trumps rolls royce phantom
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X