For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফুটবল: টটেনহ্যাম কোচের দায়িত্ব পেলেন জোসে মরিনিয়ো

ফুটবল: টটেনহ্যাম কোচের দায়িত্ব পেলেন জোসে মরিনিয়ো

  • By Bbc Bengali

মরিনিয়ো, ফুটবল
Getty Images
মরিনিয়ো, ফুটবল

ইংলিশ ফুটবল ক্লাব টটেনহ্যাম হটসপারের কোচের দায়িত্ব পেয়েছেন জোসে মরিনিয়ো।

টটেনহ্যাম এই মুহূর্তে লিগ টেবিলের ১৪ নম্বরে অবস্থান করছে, শেষ পাঁচ ম্যাচে কোনো জয় না পাওয়ার পর আর্জেন্টাইন কোচ মরিসিয়ো পচেত্তিনোকে বরখাস্ত করেছে ক্লাব কর্তৃপক্ষ।

এর আগে মরিনিয়ো ইংল্যান্ডে চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের কোচের দায়িত্ব পালন করেন।

৫৬ বছর বয়সী এই কোচ বলেন, "স্কোয়াডে যারা আছে এবং একাডেমিতে যেসব ফুটবলার আছে সেটা দেখে আমি আনন্দিত, এই ফুটবলারদের সাথে কাজ করাটা আকর্ষণীয় হবে।"

টটেনহ্যাম চেয়ারম্যান ডেনিয়েল লেভিও আনন্দ প্রকাশ করেছেন 'ফুটবল ইতিহাসের অন্যতম সফল এই কোচ'কে দলে পেয়ে।

গেল মৌসুমেই টটেনহ্যাম হটস্পার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠে, যদিও ইংল্যান্ডেরই আরেক ক্লাব লিভারপুলের কাছে হেরে যায় তারা।

সদ্য সাবেক হওয়া কোচ মরিসিয়ো পচেত্তিনো, ২০১৪ সালের মে মাসে নিয়োগ পেয়েছিলেন।

যিনি নর্থ লন্ডনের এই ক্লাবটির হয়ে কোনো শিরোপা জেতেননি।

লেভি বলেন, মরিনিয়ো একজন দুর্দান্ত ট্যাকটিশিয়ান। তিনি তার সমৃদ্ধ অভিজ্ঞতা দিয়ে দলকে অনুপ্রাণিত করতে পারবেন।

"সব ক্লাবের হয়েই কিছু না কিছু জিতেছেন মরিনিয়ো। আমাদের ড্রেসিং রুমে একটা বিশ্বাস ও শক্তি প্রয়োজন, আমার বিশ্বাস তিনি সেটা পারবেন।"

মরিনিয়ো ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ ছিলেন ২০১৮ সালের ডিসেম্বর পর্যন্ত।

এর পরেই লন্ডনেই থাকেন এই পর্তুগিজ।

বিবিসি বাংলায় ফুটবল বিষয়ক কিছু খবর:

ফুটবলে ৬৭ ধাপ কীভাবে এগুলো ভারত

ঢাকায় ক্যাসিনো: ফুটবল ক্লাবগুলোর আয়ের উৎস কী?

বাংলাদেশ-ভারত ফুটবল দ্বৈরথ: কার শক্তি কেমন?

তিনি লন্ডনের ক্লাব চেলসির হয়ে তিনটি প্রিমিয়ার লিগ শিরোপা ও একটি এফএ কাপ শিরোপা জেতেন।

ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ইউরোপা লিগ ও কারাবাও কাপ জেতেন।

২০০৫ সালে পর্তুগিজ ক্লাব পোর্তোকে চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়ে আলোচনায় আসেন 'স্পেশাল ওয়ান' খ্যাত মরিনিয়ো।

এরপর ইতালির ক্লাব ইন্টার মিলানকে লিগ, কাপ ও চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়ে ট্রেবল জেতেন মরিনিয়ো।

ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব ছাড়ার পর চীন, স্পেন ও পর্তুগালে বেশ কয়েকটি চাকরির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন মরিনিয়ো।

অবসর সময়ে বিভিন্ন ফুটবল বিষয়ক টেলিভিশন অনুষ্ঠানে ফুটবল বিশ্লেষকের ভূমিকায় দেখা গিয়েছে তাকে।

বিবিসি বাংলার কিছু খবর:

বাস-ট্রাক শ্রমিকদের 'কর্মবিরতিতে' ভোগান্তি চরমে

ব্রিটিশ বাহিনী কি আফগান শিশুদের হত্যা করেছিল?

পরিবহন ধর্মঘট: শ্রমিকদের পক্ষে দুই সাবেক মন্ত্রী

English summary
Jose Mourinho is the new manager of Tottenham
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X