For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

খারিজ ট্রাম্পের নির্দেশিকা, গ্রিন কার্ড নিয়ে বাইডেনের বড় সিদ্ধান্তে হাসি ভারতীয়দের মুখে

Google Oneindia Bengali News

প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সময়কালে প্রচুর গ্রিন কার্ড আবেদনের উপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন। বুধবার ট্রাম্পের সেই নির্দেশিকাকে রদ করে নয়া নির্দেশিকা জারি করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এর ফলে মার্কিন মুলুকের গ্রিন কার্ড পাওয়ার অপেক্ষায় থাকা ভারতীয় বংশোদ্ভূতদের মুখে ফুটতে চলেছে হাসি।

নির্বাচনী প্রচারেই ট্রাম্পের নীতির বিরুদ্ধে সরব হয়েছিলেন বাইডেন

নির্বাচনী প্রচারেই ট্রাম্পের নীতির বিরুদ্ধে সরব হয়েছিলেন বাইডেন

নিজের নির্বাচনী প্রচারের সময় জো বাইডেন বারংবার বলেছিলেন যে নির্বাচিত হলে ট্রাম্পের অভিবাসন নীতিতে বদল আনবেন। সেই মতোই এবার পদক্ষেপ নিতে শুরু করেছেন প্রেসিডেন্ট বাইডেন। প্রেসিডেন্ট হিসাবে শপথ নেওয়ার পরেই বাইডেন কংগ্রেসে একটি অভিবাসন বিল পাঠান। তাতে প্রস্তাব দেওয়া হয়, আমেরিকায় নথিপত্র ছাড়াই যে হাজার হাজার মানুষ বাস করেন, তাঁদের নাগরিকত্ব পাওয়ার সুযোগ দেওয়া হোক।

মার্কিন কেংগ্রেসে পাঠানো বিলে কী আছে

মার্কিন কেংগ্রেসে পাঠানো বিলে কী আছে

মার্কিন কেংগ্রেসে পাঠানো বিলের নাম আমেরিকার নাগরিকত্ব আইন ২০২১। ওই আইনে অভিবাসন পদ্ধতির আধুনিকীকরণ করা হবে। ওই বিলে আমেরিকার নারগিকত্ব লাভের জন্য গ্রিন কার্ড পাওয়ার সময়সীমা কমানো হয়েছে। উল্লেখ্য, এর আগে গ্রিদেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেন ডোনাল্ড ট্রাম্প।

হাসি ফুটবে ভারতীয়দের মুখে

হাসি ফুটবে ভারতীয়দের মুখে

আগে এই ব্যাপারটা হত দেশের কোটার ভিত্তিতে। তাতে লাইনে পিছিয়ে পড়তেন ভারতীয়রা। নতুন আইনে গ্রিন কার্ডের জন্য সুযোগ পাবেন নথিভুক্তহীন অভিবাসী ও তাঁদের পরিবারবর্গ। পাশাপাশি, প্রতিটি দেশ থেকে যে সংখ্যক কর্মী গ্রিন কার্ডের আবেদন করেন, তাঁদের ঊর্ধ্বসীমাও সরিয়ে দেওয়ার প্রস্তাব করা হয়েছে। যাতে হাসি ফুটবে ভারতীয়দের মুখে।

English summary
Joe Biden revoked a proclamation from Donald Trump that blocked many green card applicants in USA
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X