For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অর্থনীতি থেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, জি-২০ সম্মেলনে মোদীর সাক্ষাতে আপ্লুত বাইডেন

Google Oneindia Bengali News

নরেন্দ্র মোদীর সঙ্গে ঋষি সুনকের প্রথম সাক্ষাতে সৌহার্দ্য বিনিময় ছাড়াও অর্থনৈতিক বিষয়ে কথা হয় এবং বিদেশে কাজের সূত্রে যাওয়া ভারতীয়দের ভিসার দ্রুত ব্যবস্থা নিয়ে বিশেষ সিদ্ধান্ত নেয় সুনক সরকার। প্রত্যেক বছর ৩০০০ এমন ভিসা দেওয়া হবে বলে ব্রিটেন সরকার। কিন্তু জো বাইডেন? সর্বশক্তিমান দেশের নেতার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর যে সাক্ষাত হল, তার কী হল?

সাক্ষাতের মুহূর্ত

সাক্ষাতের মুহূর্ত

তাদের মধ্যে ঠিক কী কথা হল তা জানা না গেলেও দুই পক্ষের মধ্যে সাক্ষাৎ খুবই সৌহার্দ্যপূর্ণ এবং উষ্ণ ছিল তা বোঝা গেল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নিজের টুইটে। তিনি বলেছেন দুই দেশের মধ্যে এই যা বন্ধন তা আরও শতিশালী হবে এবং বিশ্বে যা চ্যালেঞ্জ আগামী দিনে আসবে তা দুই দেশ একসঙ্গে মিলে লড়াই করবে।

বাইডেনের এই যে মোদীর সঙ্গে সুসাক্ষাতের কথা সামনে এল তাঁদের দুজনের সাক্ষাতের দুই দিন পর। তাঁদের দেখা হয় ১৫ নভেম্বর। আর সেই সুসাক্ষাতের কথা এবং তাঁর অভব্যক্তি তিনি প্রকাশ করলেন সম্মেলন শেষ হপুএ যাবার পর। তাঁরা ওইদিন আর্টিফিশিয়াল ইন্ট্যালিজেন্স এবং উদীয়মান প্রযুক্তি নিয়ে কথাবার্তা হয় । দুই দেশের মধ্যে কৌশলগত পার্টনারশিপ কেমন রয়েছে তা নিয়ে কথাবার্তা হয় বলে জানা গিয়েছে।

তিনি বলেছেন, "বৈশ্বিক অর্থনীতির সবথেকে বড় ফোরাম হল জি২০। সেখানে বিশ্বের প্রতি আমাদের প্রতিশ্রুতি রয়েছে তা নিশ্চিত করতে আমার কথা হয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি উইডোডোর সঙ্গে"

বাইডেন তাঁর সঙ্গে মোদী ও উইডোডোর সাক্ষাতের একটি ছবিও শেয়ার করেছেন টুইটে। তবে ওই ছবি সম্মেলনের মধ্যের ছবি নয়। ওই ছবি রাস্ত্রনেতাদের একান্ত সাক্ষাতের সময়ের ছবি।

বাইডেনের সাক্ষাতের সারমর্ম

বাইডেনের সাক্ষাতের সারমর্ম

দুই নেতার সঙ্গে বাইডেনের সাক্ষাতের সারমর্ম কী তা জানাতে গিয়ে মার্কিন কর্তৃপক্ষ বলেছে যে, "বৈশ্বিক অর্থনীতির সবথেকে বড় ফোরাম হল জি২০তে বিশ্বের প্রতি আমাদের প্রতিশ্রুতি নিশ্চিত করতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি উইডোডোর সঙ্গে সাক্ষাত হয় জো বাইডেনের"

সমস্যায় বিশ্ব

সমস্যায় বিশ্ব


বিশ্ব নানা সমস্যায় এই মুহূর্তে জর্জরিত। জি ২০ কীভাবে বিশ্বের বদলে যাওয়া অর্থনীতির দিকে তাকিয়ে কীভাবে কাজ করছে এবং আগামী দিনে করবে তা নিয়ে কথা হয় সমস্ত নেতাদের সঙ্গে। সবাই নানা মত প্রকাশ করেন। নিজের বক্তব্য সকলে পেশ করেন। কীভাবে এই যে বৈশ্বিক অর্থনীতিতে সমস্যা দেখা দিয়েছে তা কীভাবে সামাল দেওয়া যায় তা নিয়ে কথা হয়। কীভাবে জলবায়ু, শক্তি, খাদ্যের অভাব, বৈশ্বিক স্বাস্থব্যবস্থা, প্রজুক্তির রুপান্তর সামলানো যায় তা নিয়েও কথা হয়।"

সহায়তা করবে আমেরিকা

সহায়তা করবে আমেরিকা

বাইডেন বলেন ভারতের নেতৃত্বে এই যে জি-২০ অগ্রগতি তা পুরদমে সহায়তা করবেন বলে বাইডেন জানিয়েছেন। বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি মোদী বাইডেনের সাক্ষাতকে 'উপযোগী বিনিময়' বলে ব্যখ্যা করেছেন। তাছারা ম্যানগ্রোভ অরন্যে বৃক্ষরোপণ করতে গিয়ে তাঁদের দেখা হয়। সেখানে একটি ছবিতে দেখা গিয়েছে মোদী বাইডেনের দিকে হাত নেড়ে অভিবাদন জানাচ্ছেন। তারপর দেখা যায় মোদীকে স্যালুট করছেন বাইডেন।

English summary
joe biden is pleased to meet with narendra modi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X