For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'একটা যুগের অবসান', প্রয়াত চিনের প্রাক্তন রাষ্ট্রপতি Jiang Zemin

প্রয়াত হলেন চিনের প্রাক্তন রাষ্ট্রপতি Jiang Zemin। আজ বুধবার ৯৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। স্থানীয় সংবাদমাধ্যমের প্রকাশিত খবর অনুযায়ী, চিনের স্থানীয় সময় ১২ টা ১৩ মিনিটে সাংহাইতে তাঁর মৃত্যু হয়।

  • |
Google Oneindia Bengali News

প্রয়াত হলেন চিনের প্রাক্তন রাষ্ট্রপতি Jiang Zemin। আজ বুধবার ৯৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। স্থানীয় সংবাদমাধ্যমের প্রকাশিত খবর অনুযায়ী, চিনের স্থানীয় সময় ১২ টা ১৩ মিনিটে সাংহাইতে তাঁর মৃত্যু হয়।

প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি লিউকেমিয়া রোগে দীর্ঘদিন ধরে আক্রান্ত ছিলেন। শরীরের একাধিক অঙ্গ কাজ করে দেওয়া বন্ধ করে দেয়। এছাড়াও একাধিক বার্ধক্যজনিত রোগ ছিল Jiang Zemin-এর। যদিও শেষ মুহূর্ত পর্যন্ত চিকিৎসা সব রকম ভাবে চেষ্টা করেছিলেন। কিন্তু কাজে আসল না কিছুই। বলে রাখা প্রয়োজন, ১৯৯৩ থেকে ২০০৩ সাল পর্যন্ত চিনের প্রেসিডেন্ট হিসাবে কাজ সামলেছেন Jiang Zemin।

সাংঘাই শহরে শেষ নিঃশ্বাস ত্যাগ

সাংঘাই শহরে শেষ নিঃশ্বাস ত্যাগ

স্থানীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, প্রাক্তন রাষ্ট্রপতি Jiang Zemin মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই শোকস্তব্ধ সে দেশের মানুষ। দীর্ঘদিন ধরেই সাংঘাইতেই বাস করতেন জিয়াং। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলে জানা যাচ্ছে। ক্ষমতায় থাকা কমিউনিস্ট পার্টি, পার্লামেন্ট, মন্ত্রিপরিষদ এবং সেনাবাহিনী তাঁর মৃত্যুর খবর জানিয়ে চিনের জনগণকে চিঠি দিয়েছে। আর এরপরেই দেশের প্রাক্তন রাষ্ট্রপতিকে শেষ শ্রদ্ধা জানান সে দেশের মানুষ।

শোকস্তব্ধ বর্তমান রাষ্ট্রপতি

শোকস্তব্ধ বর্তমান রাষ্ট্রপতি

Jiang Zemin-এর শোকস্তব্ধ বর্তমান প্রেসিডেন্ট জি সিংপিং। এছাড়াও শোকস্তন্ধ ক্ষমতায় থাকা কমিউনিস্ট পার্টি,র অন্যান্য সদস্যরাও। এক বার্তা প্রেসিডেন্ট লিখেছেন, প্রাক্তন রাষ্ট্রপতি Jiang Zemin=এর প্রয়াণ দলের তো বটেই সেনাবাহিনী এবং দেশের মানুষের কাছে অপূরণীয় ক্ষতি। শুধু তাই নয়, মহান মার্কসবাদী, রাজনেতা হিসাবেও প্রয়াত রাষ্ট্রপতিকে উল্লেখ করা হয়েছে। এমনকি তাঁর রণনীতি চিনের বাহিনী আর পাবে বলেও আক্ষেপ করা হয়েছে।

এক দশক ধরে চিনের রাষ্ট্রপতি পদে ছিলেন

এক দশক ধরে চিনের রাষ্ট্রপতি পদে ছিলেন

বলে রাখা প্রয়োজন, ১৯৮৯ সালে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির প্রধান হয়েছিলেন Jiang Zemin। এরপর প্রায় এক দশক পর্যন্ত চিনের রাষ্ট্রপতি হিসাবে কাজ সামলেছেন তিনি। দীর্ঘ কার্যকালে একাধিক সিদ্ধান্ত নিয়েছিলেন চিনের প্রাক্তন রাষ্ট্রপতি Jiang Zemin। সেই সমস্ত সিদ্ধান্তের দীর্ঘ প্রভাব পড়েছিল চিনের মানুষের উপর। বলে রাখা প্রয়োজন, ১৯২৬ সালের ১৭ অগাস্ট জিয়াংয়ের জন্ম হয়েছিল। কিন্ত্য ৯৬ বছর বয়সেই দৌড় থামালেন জিয়াং।

এই মুহূর্তে উত্তাল চিন

এই মুহূর্তে উত্তাল চিন

বলে রাখা প্রয়োজন, একাধিক ইস্যুতে এই মুহূর্তে উত্তাল চিন। বিশেষ করে দিনের পর দিন করোনা বিধি'র বিরুদ্ধে গর্জে উঠেছেন সে দেশের মানুষ। সেখানে দাঁড়িয়ে প্রবীণ এই কমিউনিস্টে নেতার মৃত্যু বড় ধাক্কা হতে পারে বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে প্রাক্তন রাষ্ট্রপতির মৃত্যুর পর একাধিক সোশ্যাল সাইটে ইউজাররা ছবি বদলে কালো-সাদা রঙের পিকচার ব্যবহার করছেন। এমনকি জিয়াংয়ের মৃত্যু যে ব্যাপক তা উল্লেখ করেও অনেকেও স্ট্যাটাস দিচ্ছেন সে দেশের জনপ্রিয় সোশ্যাল সাইটে।

তৃতীয় বিশ্বযুদ্ধ আসন্ন? দক্ষিণ কোরিয়ার air defense zone -এ চিন-রাশিয়ার একাধিক যুদ্ধবিমানতৃতীয় বিশ্বযুদ্ধ আসন্ন? দক্ষিণ কোরিয়ার air defense zone -এ চিন-রাশিয়ার একাধিক যুদ্ধবিমান

English summary
Jiang Zemin Former Chinese President dies at the aged of 96
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X