For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ধর্মীয় মতবিরোধ থেকে আবেকে গুলি! জাপানের পুলিশের তদন্তে একাধিক চাঞ্চল্যকর তথ্য

Google Oneindia Bengali News

শুক্রবার একটি নির্বাচনী সভায় বক্তব্য রাখার সময় জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবেকে গুলি করা হয়। দ্রুত হাসপাতালে নিয়ে গিয়েও শেষ রক্ষা হয়নি। গুলি বিদ্ধ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই আবের মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে জাপানের পুলিশ বন্দুকবাজকে গ্রেফতার করে। জাপানের পুলিশ সূত্রের খবর, অভিযুক্ত যুবক রাজনৈতিক মতাদর্শের কারণে আবেকে খুন করেননি।

ধর্মীয়গুরুকে হত্যার পরিকল্পনা

ধর্মীয়গুরুকে হত্যার পরিকল্পনা

জাপানের স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গিয়েছে, রাজনৈতিক মতাদর্শ বিরোধের কারণে অভিযুক্ত যুবক আবের ওপর গুলি চালাননি। প্রাথমিত তদন্তে পুলিশ জানিয়েছে, তেতসুয়া ইয়ামাগামি নামের ওই যুবক প্রথমে একটি ধর্মীয় গোষ্ঠীর নেতাকে হত্যা করতে চেয়েছিলেন। ওই যুবকের মা একটি ধর্মীয় গোষ্ঠীকে অনুদান দিতে গিয়ে দেউলিয়া হয়ে গিয়েছেন। সেই ধর্মীয় গোষ্ঠীর এক নেতাকেই ইয়ামাগামি হত্যার পরিকল্পনা করেছিল। ওই ধর্মীয় গোষ্ঠীর সঙ্গে প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে যুক্ত ছিলেন জাপানের পুলিশ প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে।

বাড়িতেই তৈরি করা হয় বন্দুক

বাড়িতেই তৈরি করা হয় বন্দুক

পশ্চিম জাপানে নারা শহরের একটি স্টেশনের কাছে নির্বাচনী প্রচারের সময় গুলিবিদ্ধ হন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে। তাঁকে পিছন দিক থেকে গুলি করা হয়। ঘটনাস্থল থেকে পুলিশ তেতসুয়া ইয়ামাগামি নামের যুবককে গ্রেফতার করে। নারা শহরে অভিযুক্তের বাড়ি তল্লাশি চালাতে গিয়ে পুলিশ বন্দুক তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে। জাপানের পুলিশ প্রাথমিকভাবে মনে করছে, বাড়িতে তৈরি বন্দুক থেকে ছোঁড়া গুলিতে আবের মৃত্যু হয়েছে। জাপানে কঠোর অস্ত্র আইন। তাই সহজে আগ্নেয়াস্ত্র জোগাড় করা সম্ভব নয়।

বেকার অভিযুক্ত যুবক

বেকার অভিযুক্ত যুবক

জানা গিয়েছে, স্নাতক হওয়ার পরও অভিযুক্ত যুবক জানতেন না জীবনে তিনি কী করতেন স্নাতকের পরীক্ষার একটি প্রশ্নের উত্তরে তিনি এমনটাই লিখেছিলেন। মাস দুয়েক আগেই ওই যুবক একটি চাকরি ছাড়েন। চাকরি করে ভালো না লাগার কারণে ইয়ামাগামি চাকরি ছাড়েন বলে স্থানীয় সংবাদমাধ্যম তাদের প্রতিবেদনে জানিয়েছে। জাপানের সরকারি এক আধিকারিক জানিয়েছেন, তিন বছর হিরোশিমা প্রিফেকচারের কুরে ঘাঁটিতে সেলফ ডিফেন্স অফিসার হিসেবে নিযুক্ত ছিলেন। কানসাই অঞ্চলে একটি যন্ত্রাংশ প্রস্তুত কারখানায় তিনি বেশ কিছুদিন কর্মরত ছিলেন। তারপর তিনি সেই চাকরি ছেড়ে দেন।

নির্বাচনী প্রচারে গুলি বিদ্ধ আবে

নির্বাচনী প্রচারে গুলি বিদ্ধ আবে

পশ্চিম জাপানের নারা শহরে একটি রেল স্টেশনের কাছে নির্বাচনী প্রচারে বক্তব্য রাখতে গিয়ে গুলিবিদ্ধ হন প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে। কয়েক ঘণ্টার মধ্যেই তাঁর মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুটি গুলি করা হয়েছিল আবেকে লক্ষ্য করে। একটি তাঁর কানের পাশ দিয়ে বেরিয়ে যায়। দ্বিতীয় গুলিটি সোজা তাঁর বুকে লাগে। তিনি মাটিতে লুটিয়ে পরেন। প্রায় সঙ্গে সঙ্গেই তিনি হৃদরোগে আক্রান্ত হন।

English summary
Japan police said Ex PM Shinzo Abe shooter planned to attack a religious group leader
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X