For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ক্ষমার অযোগ্য, আবেকে গুলি চালানোর ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জাপানি প্রধানমন্ত্রীর, নিন্দা নরেন্দ্র মোদীর

ক্ষমার অযোগ্য, আবেকে গুলি চালানোর ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জাপানি প্রধানমন্ত্রীর, নিন্দা নরেন্দ্র মোদীর

Google Oneindia Bengali News

শুক্রবার পশ্চিম জাপানের নারা শহরে প্রচারের সময় প্রাক্তন জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবে গুলিবিদ্ধ হন। গুরুতর অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসা তাঁকে বাঁচানোর যথাসাধ্য চেষ্টা করছেন। ঘটনার তীব্র নিন্দা করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা জানিয়েছেন, শিনজো আবেকে বাঁচানোর জন্য চিকিৎসকরা চেষ্টা করছেন।

জাপানি প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার বক্তব্য

জাপানি প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার বক্তব্য

নিজের বাসভবনে জাপানের প্রধানমন্ত্রী কিশিদা বক্তব্য রাখতে গিয়ে বলেন, 'প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবেকে গুলি চালানো ক্ষমার অযোগ্য। নির্বাচনী প্রচারের সময় শিনজো আবেকে গুলি চালানো হয়েছে। সেই সময় তিনি নারা শহরে নির্বাচনী প্রচারে বক্তব্য রাখছিলেন। বর্তমানে তাঁর অবস্থা সঙ্কটজনক। চিকিৎসকরা তাঁকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছেন। প্রার্থনা করছি, লড়াই সামলে তিনি আমাদের মধ্যে ফিরে আসবেন।'

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিন্দা প্রস্তাব

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিন্দা প্রস্তাব

শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে ঘটনার তীব্র নিন্দা করেছেন। তিনি টুইট করে লেখেন, 'আমার খুব কাছের বন্ধু শিনজো আবের ওপর হামলা হয়েছে। ঘটনায় আমি ব্যথিত। আমারা আবের জন্য প্রার্থনা করছি। আবের পরিবার ও জাপানের জনগনের পাশে আমরা রয়েছি।'
ঘটনায় তীব্র নিন্দা করেছেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। তিনি টুইটারে লেখেন, 'আমার পুরনো বন্ধু জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের ওপর গুলি চালানোর ঘটনায় হতবাক। আমার প্রার্থনা আবে ও তাঁর পরিবারের সঙ্গে রয়েছে।'

শিনজো আবের বর্তমান পরিস্থিতি

শিনজো আবের বর্তমান পরিস্থিতি

পশ্চিম জাপানের নোরা শহরে নির্বাচনী প্রচারের সময় গুলিবদ্ধ হন সেদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে। এরপরেই তিনি হৃদরোগে আক্রান্ত হন। তাঁকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাঁকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছেন। বর্তমানে জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রীর অবস্থা সঙ্কটজনক। তাঁকে রক্ত দেওয়া হয়েছে বলে জাপানের লিবারেল ডেমোক্রেটিক পার্টির এক প্রবীণ নেতা জানিয়েছেন। জাপানের মন্ত্রী পরিষদের সচিব হিরোকাজু মাতসুনো বলেন, এখনও আবের এখনও জ্ঞান ফেরেনি। চিকিৎসকরা যথাসাধ্য চেষ্টা করছেন।

প্রত্যক্ষদর্শীদের বয়ান

প্রত্যক্ষদর্শীদের বয়ান

জাপানের স্থানীয় সংবাদমাধ্যমে প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠানে যোগ দেওয়ার পরেই প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবেকে গুলি করা হয়। তাঁকে পিছন থেকে পরপর দুটো গুলি করা হয়। একটা গুলি কানের পাশ দিয়ে চলে গেলেও দ্বিতীয় গুলিটি আবের বুকে লাগে। তিনি মাটিতে লুটিয়ে পড়েন। প্রত্যক্ষদর্শীদের অনেকেই জানিয়েছেন, প্রথম গুলির শব্দ শোনা যায়নি। তবে দ্বিতীয় গুলির শব্দ তাঁরা শুনতে পেয়েছেন। সূত্রের খবর, শিনজো আবের ওপর গুলি চালাতে শট গান ব্যবহার করা হয়েছে। জাপান পুলিশ ইতিমধ্যে বন্দুকবাজকে আটক করেছে বলে জানা গিয়েছে।

কানের পাশ ঘেঁষে বেরিয়ে যায় প্রথম গুলি, তারপর কী ঘটল... দেখুন ভিডিওকানের পাশ ঘেঁষে বেরিয়ে যায় প্রথম গুলি, তারপর কী ঘটল... দেখুন ভিডিও

English summary
Japan PM Kishida said doctors trying hard to save Shinzo Abe
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X