For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইএসের 'সেকেন্ড ইন কম্যান্ড' আল আদনানি মৃত, ঘোষণা 'আল আমাক' এর

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

আলেপ্পো, ৩১ অগাস্ট : আইএসআইএসের প্রধান আবু বকর আল বাগদাদির পরে জঙ্গি সংগঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠাতা সদস্য ছিল আবু মহম্মদ আল আদনানি। তাকেই খতম করা সম্ভব হয়েছে বলে জানা গিয়েছে। আইএসের মুখপত্র সংবাদমাধ্যম আল আমাক এই খবর নিশ্চিত করেছে। [আল আদনানির এই ঘোষণার পরই সারা বিশ্বে রমরমা আইএস জঙ্গিদের]

জানা গিয়েছে, সিরিয়ার শহর আলেপ্পোয় আল আদনানি মারা গিয়েছে। মার্কিন বিমান হামলাতেই সম্ভবত এই জঙ্গি নেতা নিহত বলে মনে করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে সিরিয়া ও ইরাকে একের পর এক বিমান হামলা চলেছে আইএস ঘাঁটিগুলিকে উড়িয়ে দিতে। সেই হামলারই এই ফল বলে মনে করা হচ্ছে। [বাংলায় আইএসের 'স্লিপার সেল' হিসাবে কাজ করছে জামাত জঙ্গিরা]

আইএসের 'সেকেন্ড ইন কম্যান্ড' আল আদনানি মৃত!

আবু মহম্মদ আল আদনানি জঙ্গি সংগঠন আইএসের মুখপাত্র ছিল। আইএস প্রধান আবু বকর আল বাগদাদির পরে তার কথাই সবচেয়ে বেশি মান্য করত আইএস জঙ্গিরা। এই জঙ্গির নামে কোনও খোঁজ দিতে পারলে ৫০ লক্ষ মার্কিন ডলার পুরস্কারও ঘোষণা করে মার্কিন যুক্তরাষ্ট্র। [৮০ জন আইএস সমর্থক ঘুরছে পশ্চিবঙ্গ জুড়ে]

জানা যায়, আল আদনানি সিরিয়ায় বাসিন্দা, বয়স ৩৮ এর মধ্যে। তার ভালো নাম তাহা সুবী ফালাহ। তাকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী বলে ঘোষণা করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদও। [মার্কিন বিমান হামলায় নিহত আইএস প্রধান আল বাগদাদি!]

মূলত আইএসের প্রচারক হিসাবেই আল আদনানির সুনাম ছিল। পশ্চিমী দেশে আইএসের জাল বিস্তারে এই জঙ্গির অবদানই সবচেয়ে বেশি ছিল। আদনানির কিছু ঘোষণাই গত দুবছরে সারা বিশ্বে আইএসের জাল বিস্তারে মুখ্য ভূমিকা নিয়েছে। ফলে এহেন জঙ্গি নেতার মৃত্যুতে আইএসকে অনেকটা কাবু করা সম্ভব হবে বলেই মনে করা হচ্ছে।

English summary
Islamic State: Abu Muhammad al-Adnani 'killed in Aleppo'
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X