For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আত্মঘাতী হওয়ার আগে ISIS জঙ্গি ভয়াবহ বিস্ফোরণ চালিয়েছিল, মারা যায় শিশু সহ নারী

আত্মঘাতী হওয়ার আগে ISIS জঙ্গি ভয়াবহ বিস্ফোরণ চালিয়েছিল

  • |
Google Oneindia Bengali News

উত্তর-পশ্চিম সিরিয়ায় মার্কিন সেনার এক বিশেষ বাহিনী সন্ত্রাসবিরোধীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছিলেন। সুত্র মারফত জানা গিয়েছিল, আতমে শহর যেটি উত্তর-পশ্চিম সিরিয়াতে অবস্থিত। সেখানে প্রায় এগারো মাস ধরে একটি দু'তলা বাড়িতে ৩ সন্তান ও স্ত্রীকে থাকতেন আইএসআইএস জঙ্গির প্রধান আবু ইব্রাহিম আল-হাশিমি আল- কুরেশি। আর সেখানেই তুর্কি সীমান্তে মার্কিন বাহিনী সিরিয়ান শহরে এক আবাসিক ভবনের তৃতীয় তলায় ইসলামিক স্টেটের নেতাকে বন্দী করা আছে বলে আশা করেছিলেন তাঁরা। আর তাই হেলিকপ্টার নিয়ে নজরদারি চালাচ্ছিলেন মার্কিন বাহিনী।

আত্মঘাতী হন আল- কুরেশি

আত্মঘাতী হন আল- কুরেশি

আইএসআইএস জঙ্গির প্রধান আবু ইব্রাহিম আল-হাশিমি আল- কুরেশি মার্কিন বাহিনীর হাতে ধরা না দিয়ে বোমা বিস্ফোরণ করে আত্মঘাতী হন। তাঁর সঙ্গে মৃত্যু হয়েছে ৬ শিশু, ৪ মহিলা আরও ১৩ জনের। প্রেসিডেন্ট জো বিডেন হোয়াইট হাউস থেকে পুরো ঘটনারটির নজরদারি চালাচ্ছিলেন। তিনি কুরেশি আত্মঘাতী হওয়াকে 'কাপুরুষতার' সঙ্গে তুলনা করেছেন। ২০১৯ সালে ইসলামিক স্টেটের প্রতিষ্ঠাতা আবু বকর আল-বাগদাদিকের মৃত্যুর পর তার পরিবারে আল- কুরেশি নামে একজন ইরাকি মার্কিন হেফাজতে বন্দী ছিলেন।

 মহিলা মার্কিন বাহিনী কী জানায় শহরবাসীকে

মহিলা মার্কিন বাহিনী কী জানায় শহরবাসীকে

শহররে এমন ভয়াবহ ঘটনার জন্য আতমে শহরবাসীর মধ্যে আতঙ্ক ছড়ায়। মার্কিন বাহিনী লাউডস্পিকার ব্যবহার করে আবাসন থেকে সবাইকে চলে যাওয়ার আহ্বান জানিয়েছেন। একজন মহিলা মার্কিন বাহিনী জানান, পুরুষ, মহিলা ও শিশুরা সকলে আমাদের পাশে থাকুন। আমাদের কথা শুনুন। আপনারা এখন আমেরিকান জোটের নিরাপত্তায় আছেন। আপনারা এখন এলাকা ছেড়ে বের হবেন না। এলাকাটি ঘিরে রাখা আছে। যদি বের হন তাহলে মারা যেতে পারেন।

 বিস্ফোরণে কতজন মারা যান

বিস্ফোরণে কতজন মারা যান


মার্কিন বাহিনীর তত্ত্বাবধক মেরিন জেনারেল ফ্রাঙ্ক ম্যাকেঞ্জি জানান, বিস্ফোরণে ৬ শিশু, ৪ মহিলা আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এরা সকলে আল- কুরেশির পরিবারের সদস্য। কুরেশির একজন লেফটেন্যান্ট ও তার স্ত্রী মার্কিন বাহিনীর ওপর গুলি চালাতে শুরু করেন। তারপর তারাও নিহত হন। ঘটনায় একজন শিশু নিহত হয়। দু'তলা থেকে ৪ শিশু নিরাপদে নীচে নামিয়ে আনা হয়েছে।

 মার্কিন কর্মকর্তারা কী বলেন

মার্কিন কর্মকর্তারা কী বলেন

মার্কিন কর্মকর্তারা জানাচ্ছেন, এটি একটি বিদ্রোহী হামলা। একসময় সিরিয়া ও ইরাকের ভূখণ্ড জুড়ে খিলাফত শাসন চালিয়েছিলেন। তাঁরা আরও জানান, বেসামরিক নাগরিকদের সুরক্ষার লক্ষ্যে একটি মিশন তৈরি করার চেষ্টা করেছিলেন তাঁরা।

কর্মকর্তারা বলছেন, হোয়াইট হাউস থেকে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, জো বাইডেন, অস্টিন, মিলি এবং ম্যাকেঞ্জি ঘটনাটির নজর দারি চালাচ্ছিলনে। ঘটনার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন টুইট করে বলেন, ISIS প্রধানকে যুদ্ধক্ষেত্র থেকে 'সরিয়ে দেওয়া হয়েছে'।

মার্কিন প্রেসিডেন্ট মার্কিন বাহিনীকে ধন্যবাদ জানায়

মার্কিন প্রেসিডেন্ট মার্কিন বাহিনীকে ধন্যবাদ জানায়

টুইট করে মার্কিন প্রেসিডেন্ট জানান, গতকাল রাতে উত্তর-পশ্চিম সিরিয়ায় সন্ত্রাসবিরোধী অভিযান করা হয়। সেখানে খতম করা হয় আইএসআইএস জঙ্গির প্রধান আবু ইব্রাহিম আল-হাশিমি আল- কুরেশিকে। আর এই কাজের জন্য বাইডেন মার্কিন সশস্ত্র বাহিনীকে তাঁদের দক্ষতা ও সাহসিকতার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন। তিনি আরও বলেন, যে সমস্ত মার্কিন সেনা এই কাজের জন্য গেছিলেন তাঁরা সকলেই নিরাপদে ফিরে এসেছেন বলে জানিয়েছেন তাঁর।

English summary
In northwestern Syria, a US special forces unit conducted a counter-terrorism operation.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X