For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের ইরাকে ৪০ জনকে হত্যা করল আইএস জঙ্গিরা

  • |
Google Oneindia Bengali News

বাগদাদ, ১৮ ফেব্রুয়ারি : লিবিয়ার পর ইরাকে ফের একবার আইএসআইএস জঙ্গিদের নৃশংসতা প্রকাশ্যে এল। মঙ্গলবার জঙ্গিরা পশ্চিম ইরাকের আনবার প্রদেশের আল বাগদাদি শহরে ৪০ জনকে হত্যা করেছে বলে জানা গিয়েছে। আইএস জঙ্গিরা আবু-ওবেইদের সুন্নি উপজাতির এই ৪০ জনকে অপহরণ করেছিল যার মধ্যে কয়েকজন পুলিশ আধিকারিক ছিলেন। এছাড়াও নিহতদের তালিকায় রয়েছে সরকার সমর্থিত সাহওয়া আধাসামরিক বাহিনীর জওয়ানরা, চিনের এক সংবাদ সংস্থা সূত্রে এমনই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে।

আল বাগদাদি শহরটির কাছেই মার্কিন সেনাবাহিনীর আবাসস্থল রয়েছে ফলে সেইদিক থেকে বিষয়টির আলাদা গুরুত্ব রয়েছে বলেই মনে করা হচ্ছে।

ফের ইরাকে ৪০ জনকে হত্যা করল আইএস জঙ্গিরা

এমনিতে আল বাগদাদি এলাকা গত বৃহস্পতিবার থেকেই অশান্ত হয়ে রয়েছে। ওইদিন আইএস জঙ্গিরা আল বাগদাদি এলাকার আইন আল-আসাদ বিমানঘাঁটিতে হামলা চালায় ও এলাকার দখল করে। জবাবে মার্কিন সেনা লড়াই চালিয়ে পুনরায় এলাকার দখল নেয়। তার জবাবেই জঙ্গিরা এদিন হামলা চালিয়েছে বলে মনে করা হচ্ছে।

এর আগে গত শনিবার আইএস জঙ্গিরা ৩৩ জন স্থানীয় ইরাকি বাসিন্দাকে হত্যা করে। ওদিকে গতকাল মিশরের সংখ্যালঘু গোষ্ঠীর ২১ জনের মুণ্ডচ্ছেদ করে হত্যা করেছে আইএস জঙ্গিরা। রাতের মধ্যেই সেই হত্যাকাণ্ডের ভিডিও ইন্টারনেটেও ছড়িয়ে দেয় আইএস জঙ্গিরা।

English summary
ISIS executes another 40 people in Iraq
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X