For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৪৬ ভারতীয় নার্সকে মুক্তি দিল জঙ্গিরা, ইরাকে বিমান পাঠাল কেন্দ্র

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

জঙ্গি
তিরুবনন্তপুরম ও নয়াদিল্লি, ৪ জুলাই: কেরলের ৪৬ জন নার্সকে মুক্তি দিল ইরাকের জঙ্গিরা। আজ, শুক্রবার তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে। তাঁরা নিরাপদে আছেন। এই ৪৬ জনকে আনতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে ইরাক রওনা হয়েছে এয়ার ইন্ডিয়ার একটি বিমান। আগামীকাল সকালে তা ইরাক থেকে সরাসরি পৌঁছবে কোচি বিমানবন্দরে।

বৃহস্পতিবার ওই ৪৬ জন ভারতীয়কে অপহরণ করে বিদ্রোহী সুন্নি জঙ্গিরা। কর্মসূত্রে তাঁরা দীর্ঘদিন ধরে থাকতেন ইরাকে। তিকরিত থেকে তাঁদের একটি বাসে তুলে নিয়ে যাওয়া হয় মোসুল শহরে। সেখানে সারা রাত আটকে রাখা হয়েছিল কেরলের ওই ৪৬ জন মেয়েকে। তবে তাঁদের সঙ্গে জঙ্গিরা বিন্দুমাত্র অভব্যতা করেনি বলে খবর মিলেছে। রাতে তাঁদের ভরপেট খাবার ও জল দেওয়া হয়। ঘুমোনোর জন্য দেওয়া হয় বালিশ, কম্বল। এঁরা কেউই সরকারের 'গুপ্তচর' নয়, এই মর্মে নিশ্চিত হওয়ার পর শুক্রবার সকালে সকলকে ছেড়ে দেওয়া হয়। আপাতত এঁদের দেখভাল করছেন ভারতীয় দূতাবাসের প্রতিনিধিরা।

কেরলের মুখ্যমন্ত্রী ওমেন চণ্ডী ঘটনার সত্যতা স্বীকার করেছেন। বলেছেন, কেরল সরকারের একজন অফিসার থাকছেন এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে। তিনি ইরাকের এরবিল বিমানবন্দর থেকে ওই ৪৬ জনকে নিয়ে আসবেন কোচিতে। এঁরা সবাই কেরলে নিজেদের বাড়িতে কথা বলছেন ফোনে। জানিয়েছেন, ভালো আছেন।

<blockquote class="twitter-tweet blockquote" lang="en"><p>Indian nurses stranded in Iraq to reach Erbil International Airport today. They will leave for Kochi tomorrow: Sources in Kerala CM Office</p>— ANI (@ANI_news) <a href="https://twitter.com/ANI_news/statuses/484976241993203713">July 4, 2014</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

<blockquote class="twitter-tweet blockquote" lang="en"><p>One official from Kerala House & one from Central Govt will be on board special flight from Delhi to Erbil: Sources</p>— ANI (@ANI_news) <a href="https://twitter.com/ANI_news/statuses/484977827003916288">July 4, 2014</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

English summary
Iraqi militants free 46 nurses from Kerala, Centre sends aircraft to bring them back
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X