For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মাত্র ২০ মিনিটে জলের শ্যাওলা থেকে জ্বালানি তেল তৈরি করছেন বিজ্ঞানীরা!

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

কত অকেজো জিনিস থেকেই যে উপকারী ও প্রয়োজনীয় জিনিস তৈরি করা যায় তার বহু উদাহরণ বিজ্ঞানে রয়েছে। সেই তালিকায় যোগ হল আর একটি উদাহরণ। জানা গিয়েছে, জলের শ্যাওলা থেকে জ্বালানি তেল তৈরি করার উপায় আবিষ্কার করে ফেলেছেন বিজ্ঞানীরা। [পৃথিবীতে মোট কত ধরনের প্রজাতি রয়েছে জানেন? জানলে চোখ কপালে উঠবে]

খনিজ তেল মাটির নিচেই তৈরি হয়। সেকথাকে মাথায় রেখে ইরানের ইসলামিক আজাদ বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা এমন একটি যন্ত্র তৈরি করেছেন যেটি শ্যাওলা থেকে খনিজ তেল ও গ্যাস তৈরি করতে পারবে, তাও আবার মাত্র ২০ মিনিটে। [এবার জলের ফোঁটায় চলবে কম্পিউটার]

জলের শ্যাওলা থেকে জ্বালানি তেল তৈরি করছেন বিজ্ঞানীরা!

গবেষক দলের প্রধান ফরিস্তা ঘোরবানি জানিয়েছেন, ইতিমধ্যে তাঁরা বেশ কয়েকটি জলাশয়ের শ্যাওলা থেকে তেল উৎপাদন শুরু করে দিয়েছেন। প্রথমে তাঁরা শ্যাওলাকে শুকিয়ে নিচ্ছেন। সেটিকে গুড়ো করে নিয়ে তা থেকে নতুন তৈরি যন্ত্র দিয়ে তেল উৎপাদন করছেন। [রোবট-ও এবার 'স্পর্শ' করে অনুভূতি নিতে পারবে]

জানা গিয়েছে, প্রথমে শ্যাওলার গুড়ো থেকে অপরিশোধিত তেল তৈরি হবে। তারপর সেটি শোধন করে তা থেকে ল্যাম্প অয়েল তৈরি করা যাবে। এখানে এটিকে শিল্পের আকারও পরবর্তীকালে দেওয়া যেতে পারে কিনা তা নিয়েই গবেষণা চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা। [ফেসবুকের এই লুকানো বৈশিষ্ট্যগুলি নিশ্চিত আপনার অজানা]

উদ্ভিদ থেকে যে প্রক্রিয়ায় প্রাকৃতিক উপায়ে মাটির তলাতেই খনিজ তেল তৈরি হয়, সেভাবেই যন্ত্রের মাধ্যমে তেমন প্রক্রিয়াতেই তেল উৎপাদন হবে। অত্যন্ত বেশি তাপমাত্রা ও চাপ সৃষ্টি করে শ্যাওলা থেকে তেল বার করা সম্ভব হচ্ছে বলে জানা গিয়েছে।

English summary
Iran : Producing oil and gas out of Algae in 20 minutes
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X