For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টাইম ম্যাগাজিনের প্রথম ১০ সংবাদের তালিকায় 'ভারতের ধর্ষণ মহামারী'

Google Oneindia Bengali News

টাইম ম্যাগাজিনের প্রথম ১০ সংবাদের তালিকায় 'ভারতের ধর্ষণ মহামারী'
ওয়াশিংটন, ৫ ডিসেম্বর : টাইম ম্যাগাজিনে প্রথম দশের তালিকায় এবারের নাম থাকাটা মোটেই গর্বের নয় ভারতের কাছে। সবচেয়ে চর্চিত খবরের তালিকায় নবম স্থানে রয়েছে ভারতের ধর্ষণের ঘটনা।

সিরিয়ার গৃহযুদ্ধ তালিকার শীর্ষে

বিশেষত দিল্লির বুকে যে নৃশংস গণধর্ষণের ঘটনা ঘটেছিল, তাতে উত্তাল হয়ে উঠেছিল গোটা দেশ। গণমাধ্যমে আলোড়ন তুলেছিল এই সংবাদ। দেশের বাইরে মার্কিন প্রদেশেও প্রভাবশালী ম্যাগাজিনেও এই খবর প্রকাশিত হয়েছিল। এমনকী মুম্বইয়ের ২৩ বছরের তরুণীর ধর্ষণের ঘটনাও চর্চিত হয়েছিল দেশ ও বিদেশ। আর এই সবের সামগ্রিক ফল হল সবচেয়ে চর্চিত খবরের তালিকায় নবম স্থানে রইল 'ইন্ডিয়াস রেপ এপিডেমিক' (ভারতের ধর্ষণ মহামারী)।

এর ফলেই ভারতের দুষ্কর্মের চিত্রটা আন্তর্জাতিক দুনিয়ার নজরে চলে আসে। টাইম ম্যাগাজিনে লেখা হয়েছে, উন্নয়নশীল দেশে নারী অধিকারের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা দরকার যেখানে ২ লক্ষাধিক মহিলা ১৪ বছরের আগেই মা হয়েছে।

বাংলাদেশের রানা প্লাজার পতনে ১১০০ কর্মীর মৃত্যুও এই তালিকায় সপ্তম স্থানে রয়েছে। প্রথম তিনে যথাক্রমে রয়েছে 'সিরিয়ার গৃহযুদ্ধ- এবং না হওয়া যুদ্ধ', 'ইরানের নতুন অধ্যায়','মিশর বিপ্লবের সমাপ্তি?'

English summary
'India's Rape Epidemic' among Time Magazine's top ten stories
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X