For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভয়ে কাঁপছেন আমেরিকায় কর্মরত ভারতীয়রা! H1B ভিসা স্থগিত হলে কী প্রভাব পড়বে প্রবাসীদের উপর?

Google Oneindia Bengali News

করোনা ভাইরাস রুখতে বিশ্বজুড়ে লকডাউন পরিস্থিতি। থমকে রয়েছে অর্থনীতি। যারা বাড়িতে বসে কাজ করতে পারছেন তারা করছেন, না হলে কর্মহীন ভাবে দিন কাটছে কয়েক কোটি মানুষের। এই পরিস্থিতিতে অর্থনীতি যে ধসে যাবে তা প্রায় একপ্রকার নিশ্চিত। আর এই ধসের জেরে বিশ্বে চাকরির অভাবও দেখা দিতে শুরু করেছে ইতিমধ্যেই। এমনকি চাকরি হারাচ্ছেন বহু লোক।

এইচ-১বি ভিসা বন্ধ

এইচ-১বি ভিসা বন্ধ

আগেই শোনা গিয়েছিল এইচ-১বি ভিসা বন্ধের পথে হাঁটতে পারে ট্রাম্প প্রশাসন। এবার সেই সিদ্ধান্তেই সোমবার চূড়ান্ত সিলমোহর দিতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট। করোনা মহামারির জেরে ক্রমেই বেহাল অবস্থা হচ্ছে আমেরিকা। আর্থিক মন্দার জেরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে বেকারত্ব।

কাজ হারিয়েছেন কয়েক কোটি

কাজ হারিয়েছেন কয়েক কোটি

গত দু-মাসে কাজ হারিয়েছেন কয়েক কোটি যুবক যুবতী। এমতাবস্থায় বেকারত্ব ঠেকাতে ট্রাম্প প্রশাসন এইচ ১বি ভিসায় স্থগিতাদেশের প্রস্তাব বিবেচনা করছে বলে গত মাস থেকেই জল্পনা চলছিল। সূত্রের খবর, এইচ-১বি-র পাশাপাশি কোপ পড়তে পারে এইচ-২বি, জে-১, এল-১-এ মতো স্বল্পমেয়াদী কাজের ভিসাতেও।

করোনা জর্জরিত আমেরিকা

করোনা জর্জরিত আমেরিকা

এদিকে মৃত্যু মিছিল কোনো ভাবেই থামছে না আমেরিকায়। ভয়ঙ্কর করোনা ভাইরাসে প্রবল ভাবে বিধ্বস্ত মার্কিন মুলুক। এই পরিস্থিতিতে আমেরিকাতে গত এক সপ্তাহে চাকরি হারিয়েছেন ৬৬ লক্ষ মানুষ। করোনা সংক্রমণ সেদেশে দেখা দেওয়ার পর থেকে সেই সংখ্যাটা ১ কোটি ৬০ লক্ষ। এরা সবাই আমেরিকায় বেকারত্ব ভাতার জন্য আবেদন জানিয়েছে। ১৯৪৮ সালের পর এত বাজে অবস্থা কখনও হয়নি আমেরিকাতে।

চাকরি হারিয়েছেন সেদেশে থাকা বহু ভারতীয়

চাকরি হারিয়েছেন সেদেশে থাকা বহু ভারতীয়

এদিকে এই পরিস্থিতিতে চাকরি হারিয়েছেন সেদেশে থাকা বহু ভারতীয়। এর জেরে সেই এইচ১বি ভিসাধারী ভারতীয়দের কাছে সেদেশে নতুন চাকরির খোঁজার জন্য হাতে থাকবে মাত্র ৬০ দিন। তবে, যেখানে সবাই চাকরি হারাচ্ছে সেখানে কী ভাবে এই সময় নতুন চাকরি পাবেন সেই ভারতীয়রা? এই পরিস্থিতিতে এই সব ভারতীয়কে ফিরে আসতে হবে দেশে।

সমস্যায় পড়বেন আমেরিকায় থাকা ভারতীয়রা

সমস্যায় পড়বেন আমেরিকায় থাকা ভারতীয়রা

এদিকে এই ভারতীয়দের অনেকেরই সন্তান আমেরিকার নাগরিক। এদিকে সারা বিশ্ব জুড়ে চলছে ভ্রমণের উপর নিষেধাজ্ঞা। এই পরিস্থিতিতে মার্কিন প্রশাসনের কাছে সেই ভারতীয়দের আবেদন, যাতে চাকরি হারালে ৬০ দিনের বদলে তাদের ১৮০ দিন সময় দেওয়া হয়।

<strong>ভারতের কাছে হেরে গেল চিন? গালওয়ান সংঘর্ষ নিয়ে বেজিংয়ের স্বীকারোক্তিতে জোর জল্পনা!</strong>ভারতের কাছে হেরে গেল চিন? গালওয়ান সংঘর্ষ নিয়ে বেজিংয়ের স্বীকারোক্তিতে জোর জল্পনা!

English summary
Indians could be worst affected after H1-B visa restrictions are announced by Donald Trump
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X