For Quick Alerts
For Daily Alerts
বর্ণবিদ্বেষের জের: মেলবোর্নে ছুরির কোপ ভারতীয় ধর্মযাজককে
মেলবোর্ন, ২০ মার্চ : ফের একবার বর্ণবিদ্বেষের জেরে এক ভারতীয়র ওপর হামলার খবর সামনে এলো। এবার অস্ট্রেলিয়ার মেলবোর্নে এক ক্যাথোলিক যাজকের ওপর ছুড়ি নিয়ে হামলার অভিযোগ উঠল। আহত ভারতীয় যাজকের নাম রেভ টমি কালাথুর ম্যাথ্যু।
অভিযোগ, মেলবোর্নের একটি চার্চে ধর্মীয় কার্যাবলির সময়, ওই খ্রীষ্টান যাজককে ছুড়ির কোপ বসানো হয়। ঘটনায় অভিযোগ উঠেছে এক ৭২ বছর বয়সী অস্ট্রেলিয় নাগরিকের বিরুদ্ধে।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, হামলাকারীর অনুমান ছিল, যেহেতু ওই খ্রীষ্টান যাজক ভারতীয় , তাই সে হয় হিন্দু বা মুসলিম ধর্মাবলম্বী । সেকারণে ওই যাজক খ্রীষ্টান ধর্মীয় কার্যকলাপ করতে পারবে না বলে মত আততায়ীর। আর সেই ধ্যানধারণার জেরেই এই হামলা।
এদিকে, ধর্মযাজক ফাদার টমির চিকিৎসা চলছে স্থানীয় এক হাসাপাতালে। জানা গিয়েছে, তিনি আগের থেকে অনেকটাই সুস্থ।