For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারত এনএসজির সদস্য হবে কিনা তা চূড়ান্ত হবে ২৪ জুন সিওলে

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

ভিয়েনা, ১১ জুন : ভারতের এনএসজি (নিউক্লিয়ার সাপ্লাই গ্রুপ) সদস্যপদ নিয়ে সিদ্ধান্ত আপাতত ঝুলেই রইল। ভিয়েনায় বৈঠকের পরও কোনও সমাধান সূত্র মিলল না। আগামী ২৪ জুন সিওলে ফের বৈঠকেই ঠিক হবে ভারতের ভাগ্য।

ভারতের এনএসজি সগস্যপদ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম থেকেই পাশে দাঁড়িয়েছে। বাকী সদস্যদেশগুলির অধিকাংশই যুক্তরাষ্ট্রকে দেখে ভারতকে এনএসজি ইস্যুতে সমর্থন জানিয়েছে। তবে চিন প্রথম থেকেই এর বিরোধিতা করে এসেছে।

চিনের মতে, এনএসজির সদস্য হতে গেলে যে সমস্ত শর্ত পূরণ করতে হয়, ভারত তা করেনি। এর মধ্যে সর্বাগ্রে রয়েছে এনপিটি বা পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি যার জন্যই চিন ছাড়াও নিউ জিল্যান্ড, আয়ারল্যান্ড, তুরস্ক, দক্ষিণ আফ্রিকার মতো কয়েকটি দেশ ভারতের বিরোধিতা করেছে। পরে অবশ্য তারা সুরও নরম করেছে।

এবারের এনএসজি বৈঠকে চিন সরাসরি ভারতের সদস্যপদের বিরোধিতা না করলেও ঘুরিয়ে শর্তপূরণের বিষয়ে জোর দিয়েছে। সবদিক বিবেচনা করে আগামী ২৪ জুন ফের বৈঠক ডাকা হয়েছে সিওলে। সেখানে আলোচনার পর সম্ভবত সিদ্ধান্ত হতে পারে ভারতের বিষয়ে।

প্রসঙ্গত, এনএসজির সদস্যপদ পেতে গেলে নিয়মানুযায়ী সবকটি সদস্য দেশের সম্মতি প্রয়োজন। সকলের সম্মতি ছাড়া এনএসজি সদস্যপদ পাওয়া সম্ভব নয়।

English summary
India's Membership fate on NSG Inconclusive, next meeting in Seoul on 24th June
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X