For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাষ্ট্রসংঘ: নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যপদের লক্ষ্যে ভারতের হাতিয়ার 'ভেটো', নারাজ পাকিস্তান

রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হওয়ার লক্ষ্যে কিছুদিনের জন্য ভেটো প্রদানের ক্ষমতা থেকে স্বেচ্ছায় নিরস্ত হতে তৈরি ভারত। ভারতের প্রস্তাবের বিরোধিতায় পাকিস্তান।

  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ৯ মার্চ : রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হওয়ার লক্ষ্যে কিছুদিনের জন্য ভেটো প্রদানের ক্ষমতা থেকে স্বেচ্ছায় নিরস্ত হতে তৈরি ভারত। পরিষদের কার্যক্রমের স্বার্থে এই উদ্যোগ প্রয়োজনীয় ছিল বলে দাবি রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি সঈদ আকবরউদ্দিন।

ভারত সহ ৪ টি রাষ্ট্র এই ক্ষমতা থেকে সাময়িক নিরস্ত হয়েছে। এই রাষ্ট্রগুলি হল ভারত, জাপান, জার্মানি, ব্রাজিল। গত কয়েক বছর ধরে এই রাষ্ট্রগুলি স্থায়ী সদস্য পদের আবেদন জানিয়েও তা থেকে বঞ্চিত রয়েছে। যদিও স্থায়ী সদস্যের রাষ্ট্রগুলির মতোই তাদের ভেটো দেওয়ার অধিকার রয়েছে।

রাষ্ট্রসংঘ: নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যপদের লক্ষ্যে ভারতের হাতিয়ার 'ভেটো', নারাজ পাকিস্তান

এবার সেই ভেটো প্রদানের ক্ষমতাকে কাজে লাগিয়েই স্থায়ী সদস্যপদের দাবিতে এগোতে চাইছে ভারত। রাষ্ট্র সংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী ৫ টি সদস্য রাষ্ট্রের মধ্যে ,৪টি রাষ্ট্রের হয়ে ভেটো প্রয়োগের ক্ষমতা থেকে নিজেদের নিরস্ত থাকার প্রস্তাব দেন রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি সঈদ আকবরউদ্দিন। তিনি জানান, স্থায়ী সদস্যপদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্তে অনড় থাকবে জি৪ রাষ্ট্রগুলি।

যদিও রাষ্ট্রসংঘের জি৪ রাষ্ট্রগুলি এই প্রস্তাবকে সমর্থন জানায়, তবে ইউনাইটেড ফর কনসেনসাস বা ঐক্যের জন্য ঐক্যবদ্ধ ১৩ টি দেশের সদস্যরা এই প্রস্তাবের বিরোধিতা করে। এই ১৩টি দেশের মধ্যে রয়েছে পাকিস্তান। এই সিদ্ধান্ত থেকে আখেরে ভারত কতটা লাভবান হয়, একন সেটাই দেখার।

English summary
To win permanent membership of the UN Security Council, India has offered to forgo veto power initially as a bargaining chip to get the reform process moving. "The issue of veto is important, but we should not allow it to have a veto over the process of Council reform itself," India's Permanent Representative at the UN, Syed Akbaruddin, said on Tuesday.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X