For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

খুলল প্রথম দরজা, দ্বিপাক্ষিক বৈঠকে বসছে ভারত-পাকিস্তান

রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভা আগামী সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে। তারই ফাঁকে দ্বিপাক্ষিক বৈঠকে বসছে ভারত ও পাকিস্তান।

  • |
Google Oneindia Bengali News

রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভা আগামী সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে। তারই ফাঁকে দ্বিপাক্ষিক বৈঠকে বসছে ভারত ও পাকিস্তান। এদিন সরকারিভাবে আলোচনার কথা জানানো হয়েছে। তবে এটা শুধুই বৈঠক, দ্বিপাক্ষিক আলোচনা নয় বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার।

খুলল প্রথম দরজা, দ্বিপাক্ষিক বৈঠকে বসছে ভারত-পাকিস্তান

দুই দেশের বিদেশমন্ত্রীদের মধ্যে বৈঠক হবে। ভারতের তরফে সুষমা স্বরাজ ও পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি আলোচনায় থাকবেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান চিঠি লিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দুই দেশের বৈঠক চালু করার আর্জি জানান। তাতে ভারত সম্মতি জানিয়েছে। তবে বৈঠকে কী আলোচনা হবে তার অ্যাজেন্ডা এখনও চূড়ান্ত হয়নি।

চিঠিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সেদেশে সার্ক সম্মেলন করার আর্জি জানিয়েছেন। তাতে অবশ্য রাজি হয়নি ভারত। পাকিস্তানে সম্মেলনের উপযুক্ত পরিবেশ নেই বলে স্পষ্ট জানানো হয়েছে।

২০১৫ সাল থেকে দুই দেশের দ্বিপাক্ষিক আলোচনা বন্ধ রয়েছে। সেই আলোচনাই ফের চালু করার ও কাশ্মীর, সন্ত্রাসবাদ সহ সমস্ত কিছু নিয়ে সমঝোতার পথে হাঁটার প্রস্তাব দিয়েছেন ইমরান খান।

English summary
India-Pakistan Foreign Ministers To Meet In New York After Imran Khan Request
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X