For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মরিশাসের সুপ্রিমকোর্ট ভবন উদ্বোধন মোদীর, আরও দৃঢ় দুই দেশের স্ট্র্যাটেজিক বন্ধুত্ব!

Google Oneindia Bengali News

মরিশাসেন নয়া সুপ্রিমকোর্ট ভবন উদ্বোধন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও সেদেশের প্রধানমন্ত্রী প্রবিন্দ জগুনাথ। ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে এই অনুষ্ঠানে অংশ নেনে প্রধানমন্ত্রী মোদী। এর ফলে ভারতীয় মহাসাগরে অবস্থিত এই দ্বীপরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হল ভারতের। বর্তমান পরিস্থিতিতে চিন বিরোধী স্ট্র্যাটেজিক দিক থেকে যা খুব গুরুত্বপূর্ণ।

মরিশাসের সুপ্রিমকোর্ট ভবন উদ্বোধন মোদীর, আরও দৃঢ় দুই দেশের স্ট্র্যাটেজিক বন্ধুত্ব!

প্রসঙ্গত, ২০১৬ সালেই মরিশাস সরকারকে ভারতের পক্ষ থেকে ৩৫৩ মিলিয়ন ডলারের আর্থিক প্যাকেজ প্রদান করা হয়েছিল। সেই অর্থ সাহায্যেই এই নতুন সুপ্রিমকোর্ট ভবনটি নির্মাণ করা হয় সেদেশে। ৪৭০০ স্কোয়্যারফিট বিশিষ্ট এই নতুন ভবনটি ১০ তলা উঁচু। দুই দেশের বন্ধুত্বের প্রতীক হয়ে এই সুপ্রিমকোর্ট ভবনটি মরিাশাসের রাজধানীর কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে থেকে দুই দেশের বন্ধুত্বের জানান দেবে।

এর আগে ২০১৯ সালে প্রধানমন্ত্রী মোদী মরিশাসে মেট্রো প্রকল্পের ফেজ ১ ও একটি ইএনটি হাসপাতাল উদ্বোধন করেছিলেন। এই দুটি প্রকল্পেই ভারত মরিশাসকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল। অত্যাধুনিক ইএনটি হাসপাতালিটিতে ১০০টি বেড রয়েছে। এদিকে মেট্রো প্রকল্পের প্রথম ফেজে ১২ কিলোমিটার পথ তৈরি হয়েছে। এছাড়া এখন ১৪ কিলোমিটার লম্বা মোট্রো পথ এখন দ্বিতীয় ফেজে তৈরি হচ্ছে।

করোনার ধাক্কা! ১৭ বছরে প্রথমবার, চলতি অর্থবর্ষেই ২৬৮ কোটির ক্ষতি মারুতি সুজুকিতে করোনার ধাক্কা! ১৭ বছরে প্রথমবার, চলতি অর্থবর্ষেই ২৬৮ কোটির ক্ষতি মারুতি সুজুকিতে

English summary
India Mauritius Friendship ties strengthens as PM Modi Inaugurates new Supreme Court building of Mauritius
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X