রাষ্ট্রপুঞ্জে ফের পাকিস্তানকে কড়া আক্রমণ ভারতের
পাকিস্তানকে ফের তীব্র ভাষায় আক্রমণ করল ভারত। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে পাকিস্তানের বিরুদ্ধে সুর আরও চড়াল ভারত। পাকিস্তান কাশ্মীের মেয়েদের অধিকার নিয়ে ভারতের বিরুদ্ধে সরব হওয়ার পরেই ভারতের এই পাল্টা আক্রমণ। রাষ্ট্রপুঞ্জে ভারতের প্রতিনিধি পৌলমি ত্রিপাঠি সোমবার এই নিয়ে পাকিস্তানকে তীব্র আক্রমণ করে বলেছেন, একদিকে ভারতে সন্ত্রাসবাদের মদত দিচ্ছে অন্যদিকে কাশ্মীরের নারী অধিকার নিয়ে কথা বলে রাজনৈতির স্বার্থ চরিতার্থ করতে চাইছে পাকিস্তান।

রাষ্ট্রপুঞ্জে ভারতের আক্রমণ
নাম না করেই পাকিস্তানকে তীব্র আক্রমণ করে এদিন ভারতের প্রতিনিধি পৌলমি ত্রিপাঠী বলেন, ভারতে সন্ত্রাসবাদের মদত এবং প্ররোচনা দেওয়া যাঁদের মূল উদ্দেশ্য তাঁরা নারী অধিকার নিয়ে কথা বলছে কী করে। যাঁরা উগ্র সন্ত্রাসবাদে বিশ্বাস করে, তারা নারীর অধিকার রক্ষার প্রশ্ন তুলে সংকীর্ণ রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে চাইছে। কোনও রকম উপযুক্ত প্রমান এবং তথ্য হাতে না নিয়েই তারা এই কাজ করে চলেছে বলে অভিযোগ করেছেন। একে ভিত্তিহীন অভিযোগ বলেই তীব্র আক্রমণ শানিেয়ছে ভারত।

পাক সন্ত্রাসের শিকার মেয়েরা
কাশ্মীরের নারীদের অধিকার রক্ষা নিয়ে যাঁরা কথা বলছেন, তাঁরা সবচেয়ে বেশি নারীর অধিকার হরণ করে চলেছে। রাষ্ট্রপুঞ্জে এমনই অভিযোগ করেছে ভারত। সন্ত্রাসবাদের জাল বিস্তার করতে মেয়েদেরই মহরা করছে পাকিস্তািন জঙ্গিরা। রাষ্ট্রপুঞ্জের শান্তি প্রক্রিয়ায় মহিলাদের আরও বেশি যোগদান জরুরি বলে জানিয়েছেন পৌলমি ত্রিপাঠি।

কাশ্মীর নিয়ে বারবার হোঁচট পাকিস্তানের
ভারতের কাশ্মীর সিদ্ধান্তের প্রতিবাদে এরাই লড়ে চলেছে পাকিস্তান। কোনও দেশই তাঁকে এই ইস্যুতে এখনও পর্যন্ত সমর্থন জানায়নি। এমনই মুসলিম রাষ্ট্রগুলিও ভারতকে সমর্থন জানিয়েছে। রাষ্ট্রপুঞ্জে এই নিয়ে একাধিকবার নালিশ জানিয়েও কোনও লাভ হয়নি পাকিস্তানের। কিন্তু তারপরেও ভারতের বিরুদ্ধে একের পর এক অভিযোগ করে চলেছেন ইমরানরা।
সময়ের জন্য অপেক্ষা! পুলিশের 'তুলে' নিয়ে যাওয়া কাউন্সিলর সংখ্যা জানালেন অর্জুন