For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সন্ত্রাসে মদত দাতা রাষ্ট্রগুলিকে কড়া বার্তা ভারত,বাহরিনের

জঙ্গি নিয়ে আর কোনও আপোস নয়। তাই সন্ত্রাসে মদত দাতা রাষ্ট্রগুলিকে একযোগে কড়া বার্তা দিল ভারত এবং বাহরিন। তিন দেশের সফরে সংযুক্ত আরব আমিরশাহি থেকে বাহরিন গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Google Oneindia Bengali News

জঙ্গি নিয়ে আর কোনও আপোস নয়। তাই সন্ত্রাসে মদত দাতা রাষ্ট্রগুলিকে একযোগে কড়া বার্তা দিল ভারত এবং বাহরিন। তিন দেশের সফরে সংযুক্ত আরব আমিরশাহি থেকে বাহরিন গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে বাহরিনের রাজা হামাদ বিন ইশা অল খলিফার সঙ্গে একাধিক দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা করেন মোদী। তখনই উঠে আসে জঙ্গিদের প্রসঙ্গ। এই ক্ষেত্রে কোনও আপোসের নীতিতে তাঁরা যাবেন না বলে চরম সিদ্ধান্ত নিয়েছেন। এবং সন্ত্রাসবাদীদের মদত দিয়ে বা আর্থিক সাহায্য দিচ্ছে যে সব দেশ তাঁদের সঙ্গে কোনও রকম বন্ধুত্বের সম্পর্কে তারা যাবেন না বলে জানিয়েছেন।

সন্ত্রাসে মদত দাতা রাষ্ট্রগুলিকে কড়া বার্তা ভারত,বাহরিনের

প্রসঙ্গত উল্লেখ্য যে কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের পর এই প্রথম দুই মুসলিম দেশের সফরে গেলেন প্রধানমন্ত্রী। দুই দেশেই বিশেষ অভ্যর্থনা এবং সঙ্গে কাশ্মীর নিয়ে ভারতের পাশে থাকার বার্তা পেেয়ছেন তিনি। উল্টে সন্ত্রাসবাদের মদত দাতা দেশগুলিকে কড়া বার্তা দিয়েছেন তাঁরা।

এছাড়াও একাধিক বিষয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত করার বিষয়ে সহমত হয়েছে দুই দেশে। পাকিস্তানের প্রচেষ্টা যে একেবারেই সফল হয়নি তা মোদীর এই আরব আমিরশাহি এবং বাহরিন সফর প্রমাণ করে দিয়েছে।

English summary
India and Bahrain have sent a stern message to countries supporting terror
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X