For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাকিস্তান অধিকৃত কাশ্মীরে আজ ইমরানের 'জলসা'! বিশ্ব দরবার মুখ ফিরিয়ে নিতেই নয়া ছক ইসলামাবাদের

পাকিস্তান অধিকৃত কাশ্মীরে আজ ইমরানের 'জলসা'!

  • |
Google Oneindia Bengali News

কাশ্মীর ইস্যুতে যতবারই ইমরান স্টেপ আপ করে বাউন্ডারি হাঁকাতে গিয়েছেন, বিশ্ব দরবারে ততবারই ' স্টাম্পড ' হয়েছেন। কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়া প্রসঙ্গে বার বার বিশ্ব দরবার থেকে কালি হাতেই ফিরতে হয়েছে ইমরানকে। এমনকি নিজের দেশেও 'কাশ্মীর আওয়ার', 'সলিডারিটি উইথ কাশ্মীর ' ইত্যাদি বিভিন্ন পদক্ষেপ নিয়েও পালে হাওয়া পাননি ইমরান। এরপর আজ কাশ্মীর ইস্যুতে কার্যত পাকিস্তানে নিজের রাজনৈতিক জমি পোক্ত করতে নতুন পদক্ষেপ নিতে চলেছে ইমরান।

পাক অধিকৃত কাশ্মীরে ইমরান

এদিন একটি টুইটে পাকিস্তান অধিকৃত কাশ্মীর এদিন সফর করার কথা জানিয়ে দেন ইমরান খান। তিনি জানান, 'আমি মুজাফফরাবাদে বড় জলসা করতে চলেছি শুক্রবার ১৩ তারিখ। যাতে গোটা বিশ্বকে জানাতে পারি যে ভারত অধিকৃত কাশ্মীরে কী ঘটছে ভারতীয় ফোর্সের দ্বারা। পাশাপাশি আমি চাই কাশ্মীরিদের পাশে যে আমরা আছি , সেই বার্তা স্পষ্ট করতে ।'

 পাক বিদেশমন্ত্রীর হুঙ্কার

পাক বিদেশমন্ত্রীর হুঙ্কার

পাকিস্তানের তরফে সেদেশের বিদেশমন্ত্রী মেহমুদ কুরেশি জেনভায় মানবাধিকার কাউন্সিলের বৈঠকের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে এক আলোচনায় বিভিন্ন বিষয় সম্পর্কে মতামত জানান। সেই সময়েই কুরেশি বলেন, ভারত-পাকিস্তানের মধ্যে একটি ' অ্যাক্সিডেন্টাল ওয়ার ' হওয়ার সম্ভাবনা প্রবল।

কাশ্মীর ইস্যুতে পাক নীতি ঘোষিত হতে চলেছে

কাশ্মীর ইস্যুতে পাক নীতি ঘোষিত হতে চলেছে

পাকিস্তান থেকে এদিন কাশ্মীর ইস্যুতে বড়সড় রণনীতি ঘোষিত হতে চলেছে। কাশ্মীর ইস্যুকে পাখির চোখ করে এবার পাকিস্তান চাইছে বিশ্বের কাথে নতুন বার্তা দিতে। অন্যদিকে, ওয়াকিবহাল মহলের ধারণা, কাশ্মীর ইস্যুতে ইমরান খানের পার্টি পাকিস্তানস তেহরিক এ ইনসাফ এতটাই ব্যাকফুটে যে সেখান থেকে নিজেদের সামলে নেওয়ার চেষ্টায় মরিয়া ইমরান সরকার।

English summary
Imran Khan To Visit PoK, Make 'Statement' On Kashmir Today.Pakistan has been trying hard to attract attention and support for its stand over the Kashmir issue ever since India revoked provision in Article 370 granting special status to Jammu and Kashmir.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X