For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজ কাপুর, দিলীপ কুমারদের পৈতৃক ভিটে নিয়ে কী করতে চলেছে ইমরান সরকার, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

রাজ কাপুর, দিলীপ কুমারদের পৈত্রিক ভিটে নিয়ে কী করতে চলেছে ইমরান সরকার, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

Google Oneindia Bengali News

বলিউড অভিনেতা রাজ কাপুর ও দিলীপ কুমারের পৈতৃক ভিটে কিনতে চলেছে পাক সরকার। পাকিস্তানের খাইবার পাখতুনওয়া সরকার সিদ্ধান্ত নিয়েছে পািকস্তানে থাকা দিলীপ কুমার ও রাজ কাপুরের পৈতৃক ভিটে কিনে নেবেন তাঁরা। প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। খাইবার পাখতুনওয়া প্রদেশের প্রত্নতত্ত্ব বিভাগ জানিয়েছে তারা এই দুটি বাড়ি কেনার সবরকম আর্থিক সাহায্য করেছে।

রাজ কাপুর, দিলীপ কুমারদের পৈত্রিক ভিটে নিয়ে কী করতে চলেছে ইমরান সরকার, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

পাকিস্তানের পেশোয়ায় রয়েছে রাজ কাপুরের পৈতৃক ভিঁটে। ১৯১৮ থেকে ১৯২২ সালের মধ্যে তৈরি হয়েছিল এই বাড়িটি। রাজকাপুর এবং তাঁর কাকা এই বাড়িটিতেই জন্মেছিলেন। দেশ ভাগের আগেই রাজ কাপুরের বাবা সেখান থেকে চলে আসেন। বাড়িটি এখন পাকিস্তানের হেরিটেজ বিল্ডিং হিসেবে রয়েছে।

অভিেনতা দিলীপ কুমারের পৈতৃক ভিঁটেও রয়েছে সেখানে। ১০০ বছরের পুরনো বাড়ি রয়েছে পোশোয়ায়। ২০১৪ সালে নওয়াজ শরিফ সরকারের আমলেই বাড়িটি হেরিটেজ হিেসবে ঘোষণা করেছিল পাক সরকার। বাড়ির ২০০ কোটি টাকা দাম হেঁকেছে বর্তমান মালিক। ২০১৮ সালেই ইমরান সরকার কাপুর পরিবারের বাড়িিট মিউজিয়াম করার সিদ্ধান্ত নিয়েছিল।

আরএসএস-এর থেকে কি 'স্বতন্ত্র' হয়ে উঠছে বিজেপি, জেপি নাড্ডা নতুন 'দল' গঠনে জল্পনাআরএসএস-এর থেকে কি 'স্বতন্ত্র' হয়ে উঠছে বিজেপি, জেপি নাড্ডা নতুন 'দল' গঠনে জল্পনা

English summary
Imran Government may purchese Bollywood star Raj Kapoor and Dilip Kumars home in Pakistan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X