For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দুনিয়ায় সবচেয়ে বেশি খুন হয় হন্ডুরাসে, বলছে রাষ্ট্রসঙ্ঘ

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

দুনিয়ায় সবচেয়ে বেশি খুন হয় হন্ডুরাসে, বলছে রাষ্ট্রসঙ্ঘ
মেক্সিকো সিটি, ১১ এপ্রিল: একটু এদিক-ওদিক হলেই খাল্লাস! হয় কুপিয়ে, নইলে গুলি করে, নইলে গাড়িচাপা দিয়ে খুন করা হবে, যে কাউকে! জলভাতের চেয়েও সোজা বোধ হয় খুন।

হন্ডুরাস। আমেরিকা মহাদেশের অন্তর্গত একটি ছোট্ট দেশ। রাষ্ট্রসঙ্ঘ জানাচ্ছে, দুনিয়ায় সবচেয়ে বেশি খুনের ঘটনা ঘটে এ দেশে। ২০১২ সালের পরিসংখ্যান অনুযায়ী, প্রতি এক লক্ষে খুনের হার হল ৯০.৪ শতাংশ! রাতবিরেত তো কথাই নেই, দিনমানেও কেউই নিরাপদ নয় এ দেশে।

সম্প্রতি রাষ্ট্রসঙ্ঘের 'ড্রাগস অ্যান্ড ক্রাইম রিপোর্ট' থেকে জানা যাচ্ছে, হন্ডুরাসের পরই পৃথিবীতে সবচেয়ে বেশি খুনের ঘটনা ঘটে ভেনেজুয়েলায়। প্রতি এক লক্ষে এই হার হল ৫৩.৭ শতাংশ। এর পরই রয়েছে যথাক্রমে বেলিজ এবং এল সালভাদোর। এই দুই দেশে খুনের ওই হার হল যথাক্রমে ৪৪.৭ শতাংশ এবং ৪১.২ শতাংশ। গুয়াতেমালা, কলম্বিয়া এবং ব্রাজিলে এই হার যথাক্রমে ৩১ শতাংশ, ৩০.৮ শতাংশ এবং ২৫.২ শতাংশ।
সংশ্লিষ্ট প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আফ্রিকার থেকেও আমেরিকা মহাদেশে খুনের ঘটনা ঘটেছে বেশি। ২০১২ সালে গোটা আমেরিকা মহাদেশে খুনের ঘটনা নথিভুক্ত হয়েছে ৪৩৭,০০০টি। এই পরিসংখ্যান সারা পৃথিবীর মোট খুনের ঘটনার ৪০ শতাংশ।

কেন এমন দশা? ওয়াকিবহাল মহলের মতে, পুরো লাতিন আমেরিকা এবং মধ্য আমেরিকা হল মাদক ব্যবসায়ীদের মুক্তাঞ্চল। কোনও কোনও দেশের সরকারের স্থায়িত্বও এরাই নিয়ন্ত্রণ করে! ফলে সব জেনেশুনেও পুলিশ-প্রশাসনকে চুপ করে থাকতে হয়। মাদক ব্যবসায়ীরা কখনও নিজেদের মধ্যে মারামারি করে, কখনও আবার তাদের রেষারেষির শিকার হয় সাধারণ মানুষ। ফলে কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্র বাদ দিলে আমেরিকা মহাদেশের বাকি দেশগুলিতে প্রাণ চলে যেতে পারে যখন তখন।

এই অবস্থা থেকে মুক্তি নেই মেক্সিকোরও। ২০০৭ সাল থেকে আজ পর্যন্ত মাদক ব্যবসাকে কেন্দ্র করে অন্তত ৮৫ হাজার মানুষ খুন হয়েছে এ দেশে। পরিস্থিতি সামলাতে পথে নেমেছিল সেনাবাহিনীও। কিন্তু তাতে কী? সেনা উঠে যেতেই আবার যে কে সেই! আমেরিকা মহাদেশের যত বড় বড় মাদক ব্যবসায়ী, সবারই মূল ঘাঁটি হল এই মেক্সিকো।

English summary
Hondura has world's highest murder rates, says UN
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X