For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হীরু ওনোডার আত্মসমর্পণে লেগেছিল ২৯ বছর, প্রয়াত হলেন ৯১ বছরে

Google Oneindia Bengali News

হীরু ওনোডার আত্মসমর্পণে লেগেছিল ২৯ বছর, প্রয়াত হলেন ৯১ বছরে
টোকিও, ২১ জানুয়ারি : যুদ্ধচলাকালীন ফিলিপিন্সের এক জঙ্গলে আশ্রয় নিয়েছিলেন জাপানের এক সেনা আধিকারিক। নাম হিরু ওনোডা। দ্বিতীয় বিশ্বযুদ্ধ যে কবে শেষ হয়ে গিয়েছে বুঝতেই পারেননি। ওই জঙ্গলেই কাটিয়ে দিয়েছিলেন প্রায় তিন দশক। তার পর অনেক বলে বুঝিয়ে জঙ্গল থেকে বের করে আনা হয় তাঁকে। সম্প্রতি জাপানে মারা গিয়েছেন ওই সেনা অফিসার।

দ্বিতীয় বিশ্বযুদ্ধ যে অতীত, ১৯৭৪ পর্যন্ত তা মানতেই রাজি ছিলেন না হিরু ওনোডা। দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নিয়েছিলেন তিনি। যুদ্ধের সময় আশ্রয় নিয়েছিলেন ফিলিপিন্সের এক জঙ্গলে আশ্রয় নিয়েছিলেন। আর তখন থেকেই তিনি অরণ্যবাসী। বহু চেষ্টা হয়েছে। তিনি বেরোননি জঙ্গল থেকে। শেষপর্যন্ত তাঁর সমসাময়িক এক সেনা অফিসার অনেক বুঝিয়ে সুঝিয়ে ২৯ বছর পর ওনোডোকে বের করে আনেন ওই জঙ্গল থেকে।

সালটা ১৯৪৪। যখন হিরু ওনোডোকে পাঠানো হয় পশ্চিম ফিলিপিন্সে। ১৯৭৪ সাল পর্যন্ত জীবন ছিল ওই জঙ্গলেই। তারপর ক্রমশ নিজেকে গুছিয়ে নিয়েছেন জাপানের এই সেনা অফিসার। সোজা চলে যান ব্রাজিলে। সেখানে খামারবাড়ি করেন। তারপর অবশ্য শিকড়ের টানে ফিরে যান জাপানে। ছোট ছোট ছেলেমেয়েদের নিয়েই কাটিয়ে দেন সময়। ১৯৯৬ সালে আবারও ফিরে গিয়েছিলেন ফিলিপিন্সের সেই জঙ্গলে।

English summary
Hiroo Onoda, Japanese soldier who long refused to surrender, dies at 91
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X