For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আকসাই চিন দখলে রাখতে মরিয়া বেজিং! ভীষ্মে ভীত চিনের ভরসা এখন পুরোনো হেলিপোর্ট

Google Oneindia Bengali News

পূর্ব লাদাখে শান্তিপূর্ণ সমাধান চাইছে ভারত। তবে চিনে ধূর্ত মানসিকতা আন্দাজ করেই ভারত বুঝিয়ে দিল যে প্রয়োজনে যুদ্ধের জন্য়ও প্রস্তুত। আর বেজিংকে সেটা বুঝিয়ে দিতে গালওয়ানে ভারী রণ-সরঞ্জাম ও অস্ত্রবহর বাড়াল সেনা। আর এতেই কাঁপুনি দেখা গিয়েছে চিনা প্রশাসনে।

ভারতীয় ভূখণ্ডে ৪২৩ মিটার ঢুকেছে চিন

ভারতীয় ভূখণ্ডে ৪২৩ মিটার ঢুকেছে চিন

আলোচনার মাধ্যমে পূর্ব লাদাখে পরিস্থিতি শান্ত হওয়ার ইঙ্গিত মিলছে৷ পারস্পরিক শর্ত মেনে সীমান্তের উত্তেজনা প্রশমিত করার জন্য মঙ্গলবার চুশুলে চিন ও ভারতের সেনা আধিকারিকদের মধ্যে বৈঠক ইতিমধ্যেই শুরু হয়েছে বলে খবর মিলেছে। এরই মধ্যে অবশ্য চিন ভারতীয় ভূখণ্ডে ৪২৩ মিটার ঢুকে গিয়েছে। এমই চাঞ্চল্যকর তথ্য উঠে এল সাম্প্রতিক এক স্যাটেলাইট চিত্রে।

কোমর কষছে ভারত

কোমর কষছে ভারত

আর এর পরই পাহাড়জুড়ে দেখা গিয়েছে যুদ্ধের আয়োজন৷ চিন কোনওরকম আগ্রাসন দেখালেই পাল্টা জবাব দেবে এই ভীষ্ম ট্যাঙ্ক৷ বিগত কয়েক সপ্তাহ ধরে চিনা সৈন্যবাহিনী সুখোই-৩০ এবং বোমারু বিমানের মতো বিভিন্ন শক্তিশালী যুদ্ধবিমান সীমান্তে নিয়ে আসে। এরপরই ভারতের তরফে এয়ার ডিফেন্স মিসাইল বসানো হয়েছে পূর্ব লাদাখের বিভিন্ন স্থানে।

লাদাখে যুদ্ধের জন্য তৈরি ভারতীয় সেনা

লাদাখে যুদ্ধের জন্য তৈরি ভারতীয় সেনা

লাদাখে ভারত যে এয়ার সার্ভেল্যান্স রাডারের পাশাপাশি যুদ্ধ বিমানও নিয়ে গিয়েছে৷ ভারতের এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেমের ক্ষেপণাস্ত্রগুলি ৩০ কিমি দূরে ও ১৮ হাজার মিটার উচ্চতায় থাকা বিপক্ষকে ঘায়েল করতে সক্ষম৷

ভয় পেয়েছে চিন

ভয় পেয়েছে চিন

আর ভারতের এই হুঁশিয়ারির মাঝেই এবার চিনও কোমর কষতে শুরু করল। প্যাংগং সোতে চিনা সেনা ভারতীয় এলাকাক খুব নির্মাণ কাজ করছে বলে উঠে আসে অপর এক স্যাটেলাইট চিত্রে। এখানে দেখা যায় যে চিন তাদের হেলিপোর্টটি এলএসি-র উত্তর-পূর্ব দিকে ২৩.৩ কিলোমিটার পর্যন্ত সম্প্রসারিত করেছে।

জিনজিয়াং প্রদেশে হেলিবেস তৈরি চিনের

জিনজিয়াং প্রদেশে হেলিবেস তৈরি চিনের

গালওয়ান থেকে ১৭৬ কিলোমিটার উত্তরে জিনজিয়াং প্রদেশে চিন তাদের এক পুরোনো হেলিবেসকে নতুন করে তৈরি করছে বলে দেখা যায় স্যাটেলাইট চিত্রে। এই সব কারণেই আলোচনার পাশাপাশি চরম মুহূর্তের জন্যও প্রস্তুত হয়ে থাকছে ভারত৷

<strong>গালওয়ান উপত্যকায় ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়ল চিন! শুরু জোর যুদ্ধের প্রস্তুতি</strong>গালওয়ান উপত্যকায় ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়ল চিন! শুরু জোর যুদ্ধের প্রস্তুতি

English summary
Helipad expansion by China amid Indian Army's t-90 tank dployment in Ladakh's Galwan and Pangong tso
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X