For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অলৌকিক কাণ্ডে ঠাসা জনশূন্য এই গ্রামে ঘোরাফেরা করে এক অশরীরী! এমন আজব গাঁ বিক্রি হচ্ছে কত টাকায় জানেন

অলৌকিক কাণ্ডে ঠাসা জনশূন্য এই গ্রামে ঘোরাফেরা করে এক অশরীরী! এমন আজব গাঁ বিক্রি হচ্ছে কত টাকায় জানেন

Google Oneindia Bengali News

শোনা যায় , ১৮৪১ সালে এই গ্রামে শেষবার ১৭ জন মানুষ ছিলেন। এরপর ১৮৯১ সালে সেখানে আদমসুমারী হতেই দেখা যায়, জনসংখ্যা ৫০ বছর পর নেমে আসে ৭ এ। ওরপর ১৯২৬ সালের পর থেকে এই গ্রামে কেউ থাকেন না বলে শোনা গিয়েছে। গ্রামের ঠিকানা স্কটল্যান্ডের ভিলেজ অফ লোয়ার্স।

 হাড়হিম করা ঘটনা ও লাওয়ার্সদের বাড়ির ধ্বংসাবশেষ

হাড়হিম করা ঘটনা ও লাওয়ার্সদের বাড়ির ধ্বংসাবশেষ

শোনা যায়, বহু দশক আগে স্কটল্যান্ডের চোখ ধাঁধানো গ্রাম পার্থ শায়ার আরও সুন্দর ছিল । লচ টে-র তীরবর্তী এই গ্রামে মনোরম পরিবেশে খেলে বেড়াত পাখির ঝাঁক। 'লচ' জলাশয়ে মাছ ধরতে আসতেন অনেকে। তবে ,সপ্তদশ শতকে স্কটল্যান্ডের এই গ্রামে লাওয়ার্স পরিবারের বাড়ি আকর্ষণের কেন্দ্র হয় বলে শোনা যায়। উঠে আসে বহু হাড়হিম করা ঘটনা।

লেডি অফ লয়ার্স

লেডি অফ লয়ার্স

শোনা যায়, লেডি অফ লয়ার্স যা যা ভবিষদ্বাণী করেছেন , সেটাই মিলে গিয়েছে। তাঁর বহু ভবিষ্দ্বাণীর জন্যই তিনি বিখ্যাত। তাঁর বহু বার্তাই এই যুগেও সত্যি হচ্ছে বলে দাবি করা হয়। আর সেই মিলে যাওয়া ঘটনাগুলি অনেকের কাছেই অলৌকিক!

 গ্রামে ঘোরে অশরীরী!

গ্রামে ঘোরে অশরীরী!

শোনা যায়, লওয়ার্স পরিবারের পতনের পর তাঁদের বাসভূমির ধ্বংসাবশেষ দেখতে অনেকেই স্কটল্যান্ডে যান। আর কথিত রয়েছে লেডি লওয়ার্সের আত্মাই নাকি গোটা গ্রামে ঘোরাফেরা করে। যে ঘটনা অনেকেরই গায়ে কাঁটা দেয়।

বিক্রি হচ্ছে গ্রাম

বিক্রি হচ্ছে গ্রাম

রোমাঞ্চকর ও অলৌকিক কাহিনিতে ঠাসা এই স্বপ্ন সুন্দর গ্রাম সদ্য বিক্রি হচ্ছে বলে মিডিয়া রিপোর্ট উঠে আসে। শোনা যাচ্ছে জনশূন্য এই গ্রামের মূল্য ধার্য করা হয়েছে ১৭৩০০০ ডলার। ভারতীয় মুদ্রায় যা ১,২৮,৯১,৭০০ টাকা। ৩.৩১ একরের এই গ্রাম আপাতত ভাইরাল খবরের শিরোনাম কাড়ছে।

English summary
Haunted Village of Scotland whre lady of lowers stayed now on sale of 1 .28 crore
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X