For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ছেলে-জামাই সহ দলবল নিয়ে পাকিস্তানের নির্বাচনে লড়তে নেমে পড়েছে জঙ্গি হাফিজ সঈদ

মুম্বই হামলার মূলচক্রী জঙ্গি হাফিজ সঈদ দলবল নিয়ে নেমে পড়েছে পাকিস্তানের সাধারণ নির্বাচনে লড়াই করতে।

  • |
Google Oneindia Bengali News

পাকিস্তানে নামেই গণতন্ত্র রয়েছে। হয় সেখানে ক্ষমতার কেন্দ্রে থাকে কোনও দল অথবা সেনা। আর তাদের সঙ্গে সমান্তরালভাবে সরকারের অংশ হয়ে কাজ করে জঙ্গি সংগঠনগুলি। সেরকমই এক জঙ্গি সংগঠন লস্কর ই তৈবার প্রধান তথা মুম্বই হামলার মূলচক্রী জঙ্গি হাফিজ সঈদ দলবল নিয়ে নেমে পড়েছে পাকিস্তানের সাধারণ নির্বাচনে লড়াই করতে।

ছেলে-জামাই সহ পাকিস্তানের ভোটে লড়তে নেমেছে জঙ্গি হাফিজ সঈদ

আগামী ২৫ জুলাই পাকিস্তানে সাধারণ নির্বাচন হবে। সেখানে হাফিজ সঈদের পুত্র হাফিজ তলহা সঈদ ও জামাই হাফিজ খালিদ ওয়ালিদ লড়বে ন্যাশনাল অ্যাসেম্বলি আসনের জন্য যথাক্রমে ৯১ ও ১৩৩ নম্বর আসনে।

জামাতদের হয়ে মোট ২৬৫জন প্রার্থী ভোটে লড়ছে। দলের পোশাকি নাম আল্লাহ-ও-আকবর তেহরিক (এএটি)। পাকিস্তানি নির্বাচন কমিশন তাদের ভোটে লড়ার ছাড়পত্রও দিয়ে দিয়েছে।

এই দলের হয়ে হাফিজ সঈদ জোর প্রচার শুরু করে দিয়েছে পাকিস্তানে। তবে সে নিয়ে লড়ছে না। মূলত পাঞ্জাব প্রদেশে তাদের জোর ও প্রভাব সবচেয়ে বেশি। সেখানে জেতা নিয়েও তারা আত্মবিশ্বাসী। মূলত সিন্ধ, পাঞ্জাব ও পাখতুনখোয়ায় জঙ্গি হাফিজের দল তুল্যমূল্য লড়াইয়ের আশায় রয়েছে।

মোট ২৬৫ জন প্রার্থীর মধ্যে ৮০ জন ন্যাশনাল অ্যাসেম্বলি ও ১৮৫ জন প্রভিন্সিয়াল অ্যাসেম্বলির জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে। হাফিজের দল আল্লাহ-ও-আকবর তেহরিক (এএটি)-র প্রতীক চিহ্ন হচ্ছে 'চেয়ার'।

English summary
Hafiz Saeed's son, son-in-law to contest in Pakistan elections with Allah-o-Akbar Tehreek's (AAT) party
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X