For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হাফিজ সঈদ জঙ্গি নয়, সুর বদল আমেরিকার! তেমনই দাবি পাকিস্তানের

মুম্বই হামলার মূল ষড়যন্ত্রী হাফিজ সঈদকে জঙ্গি বলছে না মার্কিন যুক্তরাষ্ট্র। এমনটা দাবি করেছে পাকিস্তান।

  • |
Google Oneindia Bengali News

নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাত উদ দাওয়া প্রধান তথা মুম্বই হামলার মূল ষড়যন্ত্রী হাফিজ সঈদকে জঙ্গি বলছে না মার্কিন যুক্তরাষ্ট্র। এমনটা দাবি করেছে পাকিস্তান। সেদেশের বিদেশমন্ত্রী খোয়াজা আসিফ দাবি করেছেন, আমেরিকা ৭৫ জন জঙ্গিদের যে তালিকা তুলে দিয়েছে তাতে হাফিজ সঈদের নাম নেই।

হাফিজ সঈদ জঙ্গি নয়, জানিয়েছে আমেরিকাই, দাবি পাকিস্তানের

এই বছরের জানুয়ারি মাস থেকে পাকিস্তানে নিজের বাড়িতে বন্দি হয়ে রয়েছে হাফিজ সঈদ। তাঁর মাথায় দাম ১০ মিলিয়ন ডলার ধরা রয়েছে। রাষ্ট্রপুঞ্জ তাকে আন্তর্জাতিক জঙ্গি বলে ঘোষণা করেছে। অথচ পাকিস্তান নতুন দাবি নিয়ে সামনে এসেছে।

পাকিস্তানের দাবি, আমেরিকা যে তালিকা তুলে দিয়েছে তাতে হাক্কানি নেটওয়ার্কের নাম সবার আগে রয়েছে। তবে সেখানে থাকা জঙ্গিদের কেউ পাকিস্তানি নয়। অথচ ২০১৪ সালেই আমেরিকা হাফিজ সঈদ ও তাঁর সংগঠন জামাত উদ দাওয়াকে নিষিদ্ধ ঘোষণা করে।

এই সপ্তাহেই মার্কিন বিদেশ সচিব রেক্স টিলারসন পাকিস্তানে গিয়ে ফের একবার আফগান তালিবান ও হাক্কানি নেটওয়ার্কের বিরুদ্ধে সেদেশের সরকারকে কড়া ব্যবস্থা নিতে বলেন। তবে পাকিস্তানে যেভাবে নিজেদের জঙ্গিদের আড়াল করে আসছে, সেই জায়গা থেকেই ফের একবার হাফিজ সঈদকে বাঁচানোর চেষ্টা করল।

English summary
Hafiz Saeed’s name not on list of terrorists handed over by US, claims Pakistan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X