For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্বজুড়ে গুগলের পর পর পরিষেবা 'ক্র্যাশ'! বিপর্যস্ত 'জি মেল' থেকে 'ইউটিউব'

  • |
Google Oneindia Bengali News

বড়সড় বিপর্যয়ে গুগলের একাধিক পরিষেবা। এদিন বিশ্বজুড়ে পর পর ইউটিউব থেকে, শুরু করে জি মেল, গুগল মিট,গুগল ডকস 'ক্র্যাশ' করেছে। যার ফলে রাতারাতি বিপর্যয় নেমে এসেছে একাধিক সেক্টরে। বহু মানুষ পড়েছেন আতান্তরে।

বিশ্বজুড়ে গুগলের পর পর পরিষেবা ক্র্যাশ! বিপর্যস্ত জি মেল থেকে ইউটিউব

মূলত প্রথমের দিকে এই সমস্যা ইউরোপ ও অস্ট্রেলিয়ায় দেখা যায়। এরপর থেকে বিশ্বের বিভিন্ন প্রান্তে সমস্যা শুরু হয়। ভারেত কয়েকটি পরিষেবা 'ডাউন' থাকলেও, সন্ধ্যে ৬ টা নাগাদ ইউটিউব বিপর্যন্ত হতে দেখা যায়। এদিকে, ততক্ষণে, আমেরিকা, এশিয়া , আফ্রিকার বিভিন্ন জায়গায় এই সমস্যা শুরু হতে থাকে।

মূলত, এই ধরনের ঘটনা আগে সেভাবে গুগলের ক্ষেত্রে দেখা যায়নি। যদিও টুইটার, ফেসবুকের ক্ষেত্রে এই সমস্যা ঘটেছে আগে। জানা যাচ্ছে গুগলের পরিষেবা এভাবে ভেঙে পড়ায়, সবচেয়ে বেশি সমস্যা ইউটিউবের ক্ষেত্রে হচ্ছে । এর গ্রাহকদের অভিযোগের সংখ্যা সবচেয়ে বেশি।এদিকে, একাধিক সংস্থা গুগলের কাছ থেকে মন্তব্যের অপেক্ষায় রয়েছে। সমস্যা মিটে যাওয়ার াশা করছে সব মহল।

English summary
Google's Gmail, Google Meet, YouTube, and Google Docs crash for users all over world
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X