For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রক্ত জমাটের প্রমাণ নেই, ইউরোপের আরও তিন দেশে বাতিল অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন

রক্ত জমাটের প্রমাণ নেই, ইউরোপের আরও তিন দেশে বাতিল অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন

Google Oneindia Bengali News

ডেনমার্ক, আইসল্যান্ড, নরওয়ের পর এবার অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের ব্যবহার বাতিল করল ইউরোপের তিনটে বড় দেশ জার্মানি, ফ্রান্স ও ইতালি। যদিও ব্রিটিশ–সুইডিশ ফার্মাসিউটিক্যাল মেজর ও ব্রিটেনের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ উদ্যোগে অ্যাস্ট্রাজেনেকার কোভিড–১৯–এর বিরুদ্ধে ভ্যাকসিন সুরক্ষিত এবং কিছু ইউরোপের দেশে রক্ত জমাট বাঁধার যে ঘটনা ঘটেছে তার সঙ্গে এই ভ্যাকসিনের কোনও যোগ নেই।

ইউরোপের আরও তিন দেশ বাতিল করল ভ্যাকসিন

ইউরোপের আরও তিন দেশ বাতিল করল ভ্যাকসিন

সম্প্রতি এই তিন দেশের পক্ষ থেকে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের ব্যবহার বাতিল করে দেওয়ার পরই ওষুধ নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে এই বিবৃতি দেওয়া হয়। কার্যত ইউরোপের অধিকাংশ দেশই অ্যাস্ট্করাজেনেকার ভ্যাকসিন ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।

ভাবাচ্ছে ভারতকেও

ভাবাচ্ছে ভারতকেও

রক্ত জমাট বাঁধার ঘটনা ভাবিয়ে তুলেছে খোদ ভারতকেও, এই দেশের সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়াতে অক্সফোর্ডের ভ্যাকসিন উৎপাদন হচ্ছে। এর আগে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে এই টিকা ব্যবহার স্থগিত রাখা হয়েছে আয়ারল্যান্ড, বুলগেরিয়া, ডেনমার্ক, নরওয়ে ও আইসল্যান্ডে, কারণ ভ্যাকসিনের ডোজ দেওয়ার পরই রক্ত জমাট বাঁধার ঘটনা সামনে এসেছে এইসব দেশে।

কি বলছে অ্যাস্ট্রাজেনেকা

কি বলছে অ্যাস্ট্রাজেনেকা

অ্যাস্ট্রাজেনেকার মুখ্য মেডিক্যাল অফিসার অ্যান টেলর নিজেদের পিঠ বাঁচাতে বলেন, '‌ইউরোপ ও ব্রিটেনের ১.‌৭ কোটি মানুষ আমাদের ভ্যাকসিন গ্রহণ করেছেন এবং এমনিতেই শত শত মানুষ স্বাভাবিক সময়েই রক্ত জমাটের শিকার হন। সেই তুলনায় ভ্যাকসিন নেওয়া মানুষদের মধ্যে রক্ত জমাটের সংখ্যা অনেক অনেক কম। মহামারির কারণে বিচ্ছিন্ন প্রতিটি ঘটনার ওপর এখন নজর অনেক বেশি, এবং মানুষের নিরাপত্তার জন্য অনুমোদিত ভ্যাকসিনের প্রতিক্রিয়ার ওপরও স্বাভাবিক এবং প্রচলিত নজরদারির চেয়ে অনেক বেশি নজরদারি হচ্ছে।'‌ সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, সাধারণ মানুষের সুরক্ষা তাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং সংস্থা ভ্যাকসিনের সুরক্ষার ওপর ক্রমাগত নজর রাখছে।

অক্সফোর্ড ভ্যাকসিন গ্রুপের ডিরেক্টর অধ্যাপক অ্যানড্রু পোলার্ড বলেন, '‌ব্রিটেনে রক্ত জমাটের ঘটনা এখনও পর্যন্ত বৃদ্ধি ঘটেনি, এটা খুবই আশ্বাসদায়ক প্রমাণ, যেখানে এখনও পর্যন্ত ইউরোপে বেশিরভাগ ডোজ দেওয়া হয়েছে।'

টিকা বন্ধ না করার আর্জি হু–এর

টিকা বন্ধ না করার আর্জি হু–এর

ব্রিটেন ও ইউরোপে এখনও পর্যন্ত ডিভিটির ১৫টি ও ২২টি রক্ত জমাট বাঁধার ঘটনা ভ্যাকসিন নেওয়ার পর সামনে এসেছে। ৮ মার্চ পর্যন্ত সংস্থা খুব কম সংখ্যক মামলার রিপোর্ট পেয়েছে। এটি প্রত্যাশিত সংখ্যার চেয়ে অনেক কম বলেই জানায় আস্ট্র‌্যাজেনেকা। অবশ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, রক্ত জমাটের ওই সব ঘটনার সঙ্গে এই টিকার যোগসূত্রের কোনো প্রমাণ নেই। হু-এর পক্ষ থেকে এই টিকা বন্ধ না করার আর্জি জানানো হয়েছে। হু-এর পক্ষ থেকে জানানো হয়েছে যে অযথা উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। মঙ্গলবার গোটা বিষয়টি নিয়ে পর্যালোচনা করার জন্য টিকা-নিরাপত্তা নিয়ে বৈঠকে বসবেন হু-র বিশেষজ্ঞরা

রাশিয়া-আমেরিকার সমরাস্ত্রের উপর নির্ভরশীলতা কমাচ্ছে ভারত, কমছে আমদানির পরিমাণরাশিয়া-আমেরিকার সমরাস্ত্রের উপর নির্ভরশীলতা কমাচ্ছে ভারত, কমছে আমদানির পরিমাণ

English summary
germany france italy suspend use of astrazeneca vaccine
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X