For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'পাকিস্তানিদের প্রবেশ নিষেধ', ইসলামাবাদে বন্ধ হল ফরাসি রেস্তোরাঁ

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

পাকিস্তান
ইসলামাবাদ, ৭ জানুয়ারি: পাকিস্তানে রেস্তোরাঁ চালাচ্ছিলেন, অথচ পাকিস্তানিদের সেখানে ঢুকতে দেওয়া হত না! এই কারণে ফরাসি রেস্তোরাঁর এক মালিককে ঘুঘু দেখিয়ে ছাড়ল এ দেশের পুলিশ।

লা মেজঁ। ইসলামাবাদের বিলাসবহুল ফরাসি রেস্তোরাঁ। খাবারও পাওয়া যেত জিভে জল আনা। কিন্তু, তাতে আর কী! সামনে দিয়ে যাওয়ার সময় শুধু জুলজুল করে তাকিয়ে থাকত এ দেশের মানুষ। লিখিত সাইনবোর্ড না থাকলেও অলিখিত নিয়ম ছিল, কোনও পাকিস্তানি ঢুকে পড়লেও যেন তাকে খাবার দেওয়া না হয়। বিষয়টি নিয়ে স্থানীয় মানুষ বেজায় ক্ষুব্ধ ছিলেন। তবে এই ইস্যুতে প্রথম টুইটারে ঝড় তোলেন সাংবাদিক সিরিল আলমিদা। ক্রমশ তা সাইক্লোনের আকার নেয়। নানা অজুহাত দেখিয়ে সেখানে ঘনঘন রেইড করতে থাকে স্থানীয় প্রশাসন। শেষে গতকাল তা বন্ধই করে দেয় পুলিশ। রেস্তোরাঁর মালিক ফিলিপ লাফর্গকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর অবশ্য ছেড়ে দেওয়া হয়েছে।

তবে, পাকিস্তানিদের ঢুকতে না দেওয়াকে আসল কারণ হিসাবে খাড়া করেনি পুলিশ। তাদের যুক্তি বহুবিধ।

প্রথমত, ফরাসি খানায় মদ ব্যবহার করা হয়, যা ইসলাম ধর্মে অনুমোদিত নয়। তাই ইসলামি রাষ্ট্র পাকিস্তানে এটা করা যাবে না বলে দাবি করেছে পুলিশ। দ্বিতীয়ত, ইসলাম ধর্মে শূকরের মাংস খাওয়া অনুমোদিত নয়। অথচ ওই ফরাসি রেস্তোরাঁর মেনুতে শূকরের মাংস রাখা হয়েছিল। ফলে স্থানীয় মানুষের ধর্মীয় আবেগে আঘাত লেগেছে। তৃতীয়ত, এই রেস্তোরাঁয় হালাল করা মাংস বিক্রি করা হত না।

ইসলামাবাদে এ ধরনের আর কোনও রেস্তোরাঁ আছে কি না, সেই ব্যাপারে এবার খোঁজখবর শুরু করেছে পুলিশ।

English summary
French restaurant in Islamabad shut down for 'No Pakistanis' policy
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X