For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আমার শরীরে চারটি গুলি লেগেছিল, হাসপাতাল থেকে ভিডিও বার্তা ইমরান খানের

হামলার একদিন পরে হাসপাতাল থেকে ভিডিও বার্তা প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের

Google Oneindia Bengali News

বৃহস্পতিবার পাকিস্তানের পঞ্জাব প্রদেশের ওয়াজিরাবাদে গুলিবিদ্ধ হন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। শুক্রবার তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেয়। তিনি বলেন, 'আমার শরীরে চারটি গুলি লাগে। আগের দিন রাতেই আমি জানতে পেরেছিলাম, আমাকে হত্যার পরিকল্পনা করা হচ্ছে। আমাকে গুজরাতে বা ওয়াজিরাবাদে হত্যা করা হবে বলে পরিকল্পনা করা হয়েছিল' বলে জাতির উদ্দেশ্যে ভাষণে ইমরান খান বলেন। লাহোরের চিকিৎসকরা জানিয়েছেন, ইমরান খানের বর্তমান অবস্থা স্থিতিশীল।

ইমরান খানকে হত্যার পরিকল্পনা

ইমরান খানকে হত্যার পরিকল্পনা

লাহোরের একটি হাসপাতাল থেকে ভিডিও বার্তায় ইমরান খান জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। সেই সময় তিনি নীল রঙের হাসপাতালের পোশাক পরে ছিলেন। জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে শুক্রবার ইমরান খান বলেন, 'আমাকে আক্রমণের পরিকল্পনা করা হয়েছিল। এই বিষয়ে আমি আগের দিন রাতে জানতে পেরেছিলাম। তবে এই বিষয়ে বিস্তারিত বিবরণ আমি পরে দেব।'

পাক সরকার ঋণের বোঝা বাড়াচ্ছে

পাক সরকার ঋণের বোঝা বাড়াচ্ছে

হাসপাতাল থেকে পিটিআই প্রধান পাকিস্তান প্রধান অন্য দুই রাজনৈতিক দল পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ ও পাকিস্তান পিপলস পার্টিকে কটাক্ষ করেন। তিনি বলেন, এই দুটি দল ব্যাপক দুর্নীতি করেছে। পাকিস্তানের ঋণের বোঝা বাড়িয়েছে। সাধারণ মানুষ আমাকে ভোট দিয়ে জিতেয়েছে। কারণ দুই দলের প্রতি পাকিস্তানের মানুষ বীতশ্রদ্ধ হয়েছেন। যাঁরা গত ৪০ বছর যাঁরা চুরি করেছেন, তাঁদের পাকিস্তানের মানুষ কখনই মেনে নেবেন না।

আমেরিকার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ

আমেরিকার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ

ইমরান খান বলেন, আমেরিকার ষড়যন্ত্রে তাঁকে পদচ্যুত করা হয়েছে। ভিডিও বার্তায় ইমরান খান বলেন, মার্কিন রাষ্ট্রদূত ডোনাল্ড লু হুমকি দিয়েছিলেন। তিনি বলেছিলেন, আমাকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরাতে হবে। না হলে পাকিস্তান বড় বিপদে পড়বে। পাশাপাশি তিনি আস্থা ভোটের প্রসঙ্গ তোলেন। তিনি বলেন, দেশের সাংসদরা অর্থের বিনিময়ে আনুগত্য কিনেছিলেন। সেই কারণে তিনি আস্থা ভোটে হেরে গিয়েছিলেন। দেশের মানুষ এই ধরনের অবিচার মেনে নেনি। তার ফলাফল উপনির্বাচনে পাওয়া গিয়েছে। দেশের মানুষ উপনির্বাচনের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন, তাঁরা পিটিআইয়ের পাশে রয়েছেন।

ইমরান খানের অবস্থা স্থিতিশীল

ইমরান খানের অবস্থা স্থিতিশীল

বৃহস্পতিবার একটি মিছিলে ইমরান খানের ওপর হামলা হয়। ঘটনায় পিটিআইয়ের এক কর্মী নিহত হয়েছেন। পিটিআইয়ের ১৩ জন নেতা আহত হন। লাহোরের একটি হাসপাতালে গুরুতর আহত অবস্থায় ইমরান খানকে নিয়ে যাওয়া হয়। সিসিটিভি ফুটেজ অনুসরণ করে পাক গোয়েন্দা সংস্থা ইমরানখানের হামলাকারীকে আটক করে। জিজ্ঞাসাবাদে ইমরান খানের হামলাকারী জানিয়েছেন, কারও নির্দেশে তিনি এই কাজ করেননি। তিনি নিজে থেকেই ইমরান খানকে মারতে এসেছিলেন। তিনি বলেন,ইমরান খান সাধারণ মানুষকে বিভ্রান্ত করছেন। সেই কারণেই তিনি ইমরান খানকে হত্যার পরিকল্পনা করেছিলেন।

English summary
Former Pak Prime Minister Imran Khan's video message from the hospital a day after the attack in Lahore
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X