For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতীয় তরুণীর ছবি বিকৃত করতে গিয়ে মুখ কালো হল পাকিস্তানের, বিপাকে পাক সরকারি সাইট

এক ভারতীয় তরুণীর ছবি বিকৃত করে , তাঁর ভুয়ো ছবি দিয়ে পোস্ট করা হয় পাকিস্তান ডিফেন্স ফোরামের ফেসবুক পেজে। আর তার জেরেই ফোরামের ফেসবুক ও টুইটার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যায়।

  • |
Google Oneindia Bengali News

এক ভারতীয় তরুণীর ছবি বিকৃত করে , তাঁর ভুয়ো ছবি দিয়ে পোস্ট করা হয় পাকিস্তান ডিফেন্স ফোরামের ফেসবুক পেজে। আর তার জেরেই ফোরামের ফেসবুক ও টুইটার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যায়।

ভারতীয় তরুণীর ছবি বিকৃত করতে গিয়ে মুখ কালো হল পাকিস্তানের, বিপাকে পাক সরকারি সাইট

ভুয়ো ছবিটিতে দেখা গিয়েছে, দিল্লি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী একটি প্ল্য়াকার্ডে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। যে প্ল্যাকার্ডে লেখা, 'আমি একজন ভারতীয়, তবে আমি ভারতকে ঘৃণা করি....'। এছাড়াও কুলভূষণ জাদবকে নিয়ে বেশ কিছু পাকপন্থী মন্তব্য ছিল পোস্টটিতে। ঘটনার কিছুক্ষণের মধ্যেই বিষয়টি নিয়ে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রকের ওই সোশ্যাল মিডিয়া পেজকে সাসপেন্ড করে ফেসবুক ও টুইটার।

এনিয়ে বিস্তর সমালোচনার ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়। দাবি ওঠে ছবিটি বিকৃত করে পোস্ট করা হয়েছে। জানা য়ায়, ছবিটি কাওয়ালপ্রীত কউর নামে এক ভারতীয় তরুণীর । দিল্লির জামিয়া মসদিজের সামনে দাঁড়িয়ে পোস্ট করেছিলেন তিনি। সেখানে একটি প্ল্য়াকার্ডে তিনি লিখেছিলেন "আমি এক ভারতীয় ...দেশের ধর্মীয় সংঘাতের বিরুদ্ধে আমি লিখে যাব"। এদিকে, পাকিস্তানের এমন ঘৃণ্য আচরণে ফের একবার আন্তর্জাতিক মঞ্চে তাদের সম্মানহানি হল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

English summary
The Twitter account and Facebook page of Pakistan Defence Forum, one of the longest running forums devoted to Pakistan’s armed forces, were suspended on Saturday shortly after it posted fake news involving Kulbhushan Jadhav and a morphed image of a Delhi University activist.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X