For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইভেন্ট হরাইজন টেলিস্কোপে ধরা পড়ল প্রথম ব্ল্যাক হোলের ছবি

এই প্রথম কোনও ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বরের ছবি তুললেন মহাকাশ বিজ্ঞানীরা। বুধবার বিশ্বের একাধিক জায়গা থেকে সাংবাদিক বৈঠক করে ওই ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বরের ছবিটি প্রকাশ করেছে ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন।

  • |
Google Oneindia Bengali News

এই প্রথম কোনও ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বরের ছবি তুললেন মহাকাশ বিজ্ঞানীরা। বুধবার বিশ্বের একাধিক জায়গা থেকে ওই ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বরের ছবিটি প্রকাশ করেছেন ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন বা এনএসএফের বিজ্ঞানীরা। গোটা বিশ্বে ছড়িয়ে থাকা ৮টি ইভেন্ট হরাইজন টেলিস্কোপের তথ্য মিলিয়ে, অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল লেটার্সের বিশেষ সংখ্যায় এ সংক্রান্ত ছয় পাতার একটি রিপোর্টও প্রকাশ করা হয়েছে।

ইভেন্ট হরাইজন টেলিস্কোপে প্রথম ব্ল্যাক হোলের ছবি

মহাকাশ বিজ্ঞানীদের প্রকাশ করা ওই ছবি ও রিপোর্ট অনুযায়ী, পৃথিবী থেকে ৫০ লক্ষ কোটি আলোকবর্ষ দূরে, ভারগো গ্যালাক্সির কাছে, মেসিয়ার এইট সেভেন গ্যালাক্সির কেন্দ্রে রয়েছে এই বিশাল ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বর। যার ব্যাস প্রায় ৪,০০০ কোটি কিলোমিটার এবং ভর সূর্যের থেকেও ৬৫০ গুণ বেশি বলে জানিয়েছেন মহাকাশ বিজ্ঞানীরা। ব্রহ্মাণ্ডের সব থেকে ভারী ব্ল্যাক হোলগুলির মধ্যে অন্যতম এই কৃষ্ণগহ্বরের ঔজ্জ্বল্য ব্রহ্মাণ্ডের সব তারা ও গ্যালাক্সির সমবেশের থেকে বেশি বলেও জানানো হয়েছে।

এনএসএফের তরফে জানানো হয়েছে, ২০১৭ সালের এপ্রিলে এই ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বরের তথ্য সংগ্রহ করা হয়েছিল। এর মাপ গোটা সৌরজগতের থেকেও বড়। ছবি অনুযায়ী ওই ব্ল্যাক হোলের চারদিকে ছড়িয়ে থাকা পেলাব জ্যোতি, তার দিকে ধাবিত অতি উত্তপ্ত গ্যাস থেকে বেরোচ্ছে বলে মহাকাশ বিজ্ঞানীদের দাবি।

English summary
In a historic step, the first-ever image of a black hole was captured by the astronomers at the National Science Foundation (NSF) in Event Horizon Telescope (EHT).
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X