For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এবার পয়লা বৈশাখেও উৎসব ভাতা! মুক্তিযোদ্ধাদের জন্য আর কী ঘোষণা মন্ত্রীর জেনে নিন

আগামী এক মাসের মধ্যে মুক্তিযোদ্ধাদের জন্য বিনা মূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়া শুরু করা হবে। এ ছাড়া আগামী বাজেটের ১৬ ডিসেম্বর, ২৬ মার্চ ও পয়লা বৈশাখে মুক্তিযোদ্ধাদের উৎসবভাতা দেওয়ার পরিকল্পনা নিয়েছে

  • |
Google Oneindia Bengali News

আগামী এক মাসের মধ্যে মুক্তিযোদ্ধাদের জন্য বিনা মূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়া শুরু করা হবে। এ ছাড়া আগামী বাজেটের ১৬ ডিসেম্বর, ২৬ মার্চ ও পয়লা বৈশাখে মুক্তিযোদ্ধাদের উৎসবভাতা দেওয়ার পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ সরকার।

এবার পয়লা বৈশাখেও উৎসব ভাতা! মুক্তিযোদ্ধাদের জন্য আর কী ঘোষণা মন্ত্রীর জেনে নিন

বৃহস্পতিবার পাবনার সুজানগর উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন শেষে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে এবং রাজধানী ঢাকার হাসপাতালগুলোতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় অর্থ বরাদ্দ করবে বলে উল্লেখ করেছেন মন্ত্রী। তিনি বলেছেন, হাসপাতাল কর্তৃপক্ষ সেখান থেকে মুক্তিযোদ্ধাদের যাবতীয় চিকিৎসা ব্যয় মেটাবে। প্রতিটি হাসপাতালে এ-সংক্রান্ত একটি কমিটি মুক্তিযোদ্ধাদের চিকিৎসার পর্যালোচনা করবে।

মন্ত্রী বলেছেন, বর্তমানে মুক্তিযোদ্ধারা ইদুল ফিতর ও ইদুল আজহার, এই দুটি উৎসবভাতা পেয়ে থাকেন। আগামী বাজেটের পর জুলাই থেকে ১৬ ডিসেম্বর, ২৬ মার্চ ও পয়লা বৈশাখের উৎসবভাতা দেওয়ার পরিকল্পনা সরকারের রয়েছে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এ লক্ষ্যে কাজ করছে বলে জানিয়েছেন মোজাম্মেল হক।

English summary
Festival allowances on Paila Baisakh for liberation war fighters in Bangladesh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X