For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

FATF-এর ধূসর তালিকা থেকে বাদ, পাকিস্তানের ওপর আর চালানো হবে না নজরদারি

FATF আর পাকিস্তানের ওপর নজরদারি চালাবে না।

Google Oneindia Bengali News

চার বছর পর ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের (এফএটিএফ)এর ধূসর তালিকা থেকে পাকিস্তানের নাম বাদ পড়ল। পাকিস্তানের রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে সাধারণ মানুষ এফএটিএফ এই সিদ্ধান্ত থেকে স্বাগত জানিয়েছে। এফএটিএফের ধূসর তালিকায় থাকার অর্থ হল দেশটি আন্তর্জাতিক অর্থ পাচার এবং সন্ত্রাসবাদীদের আর্থিকভাবে সাহায্য করে।

FATF-এর ধূসর তালিকা থেকে বাদ, পাকিস্তানের ওপর আর চালানো হবে না নজরদারি

ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সকে (এফএটিএফ) সাধারণত বিশ্বের "সন্ত্রাসবাদে অর্থায়ন পর্যবেক্ষণকারী সংস্থা" হিসাবে উল্লেখ করা হয়। এফএটিএফ সংস্থাটি মূলত কোনও দেশ আন্তর্জাতিক অর্থ পাচার এবং সন্ত্রাসবাদীদের আর্থিকভাবে সাহায্য করছে কি না, তা পর্যবেক্ষণ করে। সন্ত্রাসবাদীরা যাতে কোনওভাবে আর্থিক সাহায্য না পায়, সেই দিকে এই সংগঠন নজর রাখে। FATF এর 'ধূসর তালিকা'ভুক্ত দেশের অর্থ হল এই দেশগুলোর বিরুদ্ধে অর্থ পাচার ও সন্ত্রাসীদের আর্থিকভাবে সাহায্য করার অভিযোগ রয়েছে। এই দেশগুলোর ওপর বিশেষ নজর রাখে FATF।

শুক্রবার FATF পর্যালোচনার পরে তাদের ধূসর তালিকা থেকে পাকিস্তানের নাম বাদ দিয়েছে। এখনও সেই তালিকায় আরও ২৩টি দেশের নাম রয়েছে। যে দেশগুলো এখনও ধূসর তালিকায় রয়েছে, তারমধ্যে ফিলিপাইন, সিরিয়া, ইয়েমেন, সংযুক্ত আরব আমিরাত, উগান্ডা, মরক্কো, জ্যামাইকা, কম্বোডিয়া, বুরকিনা ফাসো এবং দক্ষিণ সুদান এবং বার্বাডোস, কেম্যান দ্বীপপুঞ্জ এবং পানামার নাম রয়েছে। এই দেশগুলকে FATF এর জারি করা বেশ কিছু নির্দেশিকা মেনে চলতে হবে। না হলে দেশগুলোকে কালো তালিকাভুক্ত করা হবে।

FATF এর তরফে জানানো হয়েছে, কোনও দেশকে ধূসর তালিকায় রাখার অর্থ হল দেশগুলো FATFএর পর্যবেক্ষণে রয়েছে। একটা নির্দিষ্ট সময়ের মধ্যে দেশগুলোকে FATF-এর বেশ কিছু শর্ত পালন করতে হবে। দ্রুত সমস্যা সমাধানের জন্য দেশগুলোকে প্রতিশ্রুতি দিতে হবে। বিশেষ করে আর্থিক দুর্নীতি, সন্ত্রাসবাদে অর্থায়ন সহ একাধিক বিষয়ে FATF-এর নজর দেশগুলোর ওপরে থাকে।

২০১৮ সালে প্রথমবার FATF-এর ধূসর তালিকাভুক্ত হয়েছিল পাকিস্তান। পকিস্তান সর্বোচ্চ প্রতিশ্রুতি দিয়েছে, সন্ত্রাসবাদে আর্থিক সাহায্য বন্ধ করতে তারা সব ধরনের পদক্ষেপ করবে। পাশাপাশি তারা FATFকে সাহায্য করবে। ২১ অক্টোবর FATF-এর তরফে জানানো হয়েছে, অর্থ পাচার ও সন্ত্রাসীদের আর্থিক সাহায্য বন্ধের ক্ষেত্রে পাকিস্তান একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। সেই কারণে ধূসর তাালিকাভুক্ত দেশ থেকে পাকিস্তানের নাম বাদ দেওয়া হয়েছে। ২০১৮ থেকে ২০২১ পর্যন্ত পাকিস্তান FATF এর নজরদারির মধ্যে ছিল। FATF-এর তরফে ২১ অক্টোবর জানানো হয়েছে, পাকিস্তান এখন নজরদারি আওতার বাইরে রয়েছে।

English summary
Pakistan removed from FATF gray list
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X