For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'ফেস রেকগনিশন' বন্ধ করছে ফেসবুক, মুছে যাবে একাধিক তথ্য

'ফেস রেকগনিশন' বন্ধ করছে ফেসবুক, মুছে যাবে একাধিক তথ্য

  • |
Google Oneindia Bengali News

আবারও শিরোনামে ফেসবুকে! কিছুদিন আগে সোশ্যালমিডিয়া জুড়ে জোর চর্চা চলছিল ফেসবুক আর থাকছে না৷ দেখা যাবে না আর নীল সাদা 'এফ' অক্ষরটিও! কারণ নাকি নাম বদল করে অন্য ভূমিকায় আসতে চলেছে ফেসবুক! এরপরই সংস্থার তরফে সে জল্পনায় জল ঢেলে জানানো হয় মূল সংস্থার নাম পরিবর্তন হলেও একই রকম থাকছে সোশ্যালমিডিয়া প্লাটফর্ম ফেসবুক। এরপর ফেসবুক নিয়ে নতুন জল্পনা শুরু হয়েছে। সম্প্রতি জানা গিয়েছে ফেসবুক ব্যবহারকারীদের সংরক্ষিত মুখের ছবি সোশ্যাল মিডিয়া লাটফর্ম থেকে ডিলিট করে দেবে অ্যাপটি!

ফেস রেকগনিশন বন্ধ করছে ফেসবুক, মুছে যাবে একাধিক তথ্য

এবার বন্ধ হতে চলেছে ফেসবুকের ফেস রেকগনিশন সিস্টেম। মঙ্গলবার ফেসবুকের অভিভাবক সংস্থা মেটার পক্ষ থেকে জানানো হয়েছে, কোটি কোটি ব্যবহারকারীর মুখের ছবি ডিলিট করছে তারা। মূলত প্রাইভেসি তথা ব্যক্তিগত তথ্য পাচার সংক্রান্ত কিছু অভিযোগের জেরেই এই ব্যবস্থা গ্রহণ করছে সংস্থাটি।

সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটগুলির মধ্যে ফেসবুক নিঃসন্দেহে অন্যতম জনপ্রিয়। বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের অ্যাকাউন্ট রয়েছে এই ওয়েবসাইটে৷ তবে বিগত কিছু বছরে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য পাচার নিয়ে বেশ কাঠখড় পোড়াতে হয়েছে তাদের। তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে ব্যবহারকারীদের তথ্য রিপোর্টার, আইনজ্ঞ এবং মার্কিন আধিকারিকদের হাতে তুলে দেওয়ার।

কিছুদিন আগেই ফেসবুকের অভিভাবক সংস্থা হিসেবে আত্মপ্রকাশ ঘটেছে মেটার। সেই সংস্থার পক্ষ থেকেই এবার বলা হয়, 'ফেস রেকগনিশন সিস্টেম নিয়ে একাধিক সমস্যা রয়েছে। আমাদের কর্মীরা এখনও এই সমস্যার সমাধান করছেন। তবে নিয়ম জনিত কারণের জন্যই আপাতত এটি বন্ধ রাখতে চলেছি আমরা। স্পষ্ট নির্দেশিকা পাওয়া অবধি বন্ধই থাকবে এই ব্যবস্থা৷ এর ফলে কোটি কোটি মুখ অবয়ব ডিলিটও করব আমরা।'

English summary
Facebook is shutting down Face Recognition, multiple data will be deleted
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X