কবে ভারতে আনা যাবে বিজয় মালিয়াকে? প্রত্যর্পণ নিয়ে মুখ খুলল ব্রিটেন!
আশা করা হয়েছিল রাতেই ভারতে ফিরিয়ে আনা হতে পারে ব্রিটেনে থাকা বিজয় মালিয়াকে। তবে একটি আইনি সমস্যা উপনীত হওয়ায় তা সম্ভব হয়নি। এরপরই প্রশ্ন ওঠে, তবে কী বিজয় মালিয়ার প্রত্যর্পণ হবে না? এই বিষয়ে এবার মুখ খুলল ব্রিটেন। সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমকে এই নিয়ে বললেন ব্রিটিশ হাই কমিশনার।

এখনও একটি আইনি ইস্যু রয়েছে
এদিন এই বিষয়ে ব্রিটিশ হাই কমিশনের মুখপাত্র বলেন, 'গত মাসে বিজয় মালিয়া তাঁর প্রত্যর্পণের বিরুদ্ধে আপিল করার পর তা বাতিল করা হয়। ব্রিটেন সুপ্রিম কোর্টের বিরুদ্ধে কোনও আপিল আর তিনি করতে পারবেন না। তবে, এখনও একটি আইনি ইস্যু রয়েছে। সেটির সমাধান প্রয়োজন বিজয় মাল্যর প্রত্যর্পণের জন্য।'

যা না হলে বিজয়ের প্রত্যর্পণ সম্ভব নয়
তিনি আরও বলেন, 'ব্রিটেনের আইন অনুসারে, ওটার সমাধান না হওয়া পর্যন্ত বিজয় মালিয়ার প্রত্যর্পণ সম্ভব নয়। ইস্যুটি গোপনীয় এবং আমরা তাই সেবিষয়ে বিস্তারে বলতে পারছি না। কতদিন লাগবে এটির সমাধান হতে, সেটাই আমরা বলতে পারছি না। যত দ্রুত সম্ভব এটির সমাধান করতে চাই আমরা।'

ব্রিটেনের সুপ্রিম কোর্টে বিজয়ের আবেদন খারিজ হয়
বিজয় মালিয়াকে ভারতের হাতে তুলে দেওয়ার যে আবেদন ভারত সরকারের তরফে করা হয়েছিল, তার বিরুদ্ধে লন্ডন হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন মালিয়া। সেখানে হারের পর গত মাসের শুরুতে ব্রিটেনের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন কিংফিশার উড়ান সংস্থার এককালীন কর্ণধার। তবে সেখানেও মালিয়ার আবেদন ধোপে টেকেনি।

কবে ফিরবেন বিজয়?
এবার ভারতে বিজকে ফিরিয়ে আনার ব্যপারে সব সরকারি কাজকর্মও শেষ হয়েছে। এবার যেকোনও সময় কিংফিশার কর্ণধারকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে আশাবাদী হয় ভারত। এদিকে ঋণের ১০০ শতাংশই ভারত সরকারকে ফিরিয়ে দিতে চাইছেন বিজয় মালিয়া। পরিবর্তে তাঁর বিরুদ্ধে চলা মামলা বন্ধ করা হোক। কয়েকদিন আগেই কেন্দ্রের কাছে এই আবেদনই করলেন 'পলাতক' বিজয় মালিয়া।

৯ হাজার কোটি টাকার ঋণ খেলাপির অভিযোগ
কিংফিশার এয়ারলাইন্সের নামে বিভিন্ন ব্যাঙ্ক থেকে প্রায় ৯ হাজার কোটি টাকার ঋণ নিয়েছিলেন তিনি। এরপর তা শোধ করতে না পেরে বিদেশে পালিয়ে যান সংস্থার তৎকালীন কর্ণধার বিজয় মালিয়া।

আইনি লড়াইয়ের সময়কাল
প্রত্যর্পণের বিরুদ্ধে লন্ডনের হাইকোর্টে গিয়েছিলেন বিজয় মালিয়া। কিন্তু, তাঁর আবেদন খারিজ করে দিল আদালত। ২০১৮ সালে তাঁকে ভারতে প্রত্যর্পণের নির্দেশ দেয় সেখানকার এক নিম্ন আদালত। তাঁকে দেশে ফিরিয়ে এনে বিচার প্রক্রিয়া শুরু করার জন্য সেদেশের সরকারের কাছে প্রত্যর্পণের আবেদন জানায় সিবিআই ও ইডি। সেই শুনানিতে বিজয় মালিয়াকে প্রত্যর্পণের নির্দেশ দেয় নিম্ন আদালত।

কঠিন সময়ে মোদীর কাজের প্রশংসায় পঞ্চমুখ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী! কী বললেন স্কট মরিসন?