For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রধানমন্ত্রীকেও ছাড় নয়, হল মোটা অঙ্কের জরিমানা! কী এমন অপরাধের ‘শাস্তি’ দিল পুলিশ

কড়া প্রশাসন। ছাড় পেলেন না প্রধানমন্ত্রীও। প্রধানমন্ত্রীর গাড়ি ধরে পুলিশ মোটা অঙ্কের জরিমানা করে ছাড়ল! কী এমন অপরাধ করেছিলেন প্রধানমন্ত্রী, যাতে প্রধানমন্ত্রীও ছাড় পেলেন না পুলিশের কাছে।

  • |
Google Oneindia Bengali News

কড়া প্রশাসন। ছাড় পেলেন না প্রধানমন্ত্রীও। প্রধানমন্ত্রীর গাড়ি ধরে পুলিশ মোটা অঙ্কের জরিমানা করে ছাড়ল! কী এমন অপরাধ করেছিলেন প্রধানমন্ত্রী, যাতে প্রধানমন্ত্রীও ছাড় পেলেন না পুলিশের কাছে। প্রধানমন্ত্রীকে জরিমানা করার দুঃসাহস দেখাতে পিছপা হলেন না পুলিশের কর্তারাও!

প্রধানমন্ত্রীকেও ছাড় নয়, হল মোটা অঙ্কের জরিমানা!

চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে ব্রিটেনে। ইংল্যান্ডে সিট বেল্ট না পরলেও জরিমানা অবধারিত। সে যে-ই হোন, দেশের প্রধানমন্ত্রী হোক বা বিদেশের অভ্যাগতরা, কাউকেই ছাড় দেওয়া হয় না। তেমনই ছাড় পেলেন না ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনকও। তাঁকে মোটা অঙ্কের জরিমানা করল পুলিশ।

সিট বেল্ট না পরেই সফল করছিলেন প্রধানমন্ত্রী ঋষি সুনক। ইংল্যান্ডে সিট বেল্ট না পরলেই ১০০ পাউন্ড জরিমানা করা হয়। সেইমতো প্রধানমন্ত্রীকেও ১০০ পাউন্ড জরিমানা করা হল। ২৮ দিনের মধ্যেই এই জরিমানা মেটাতে হয়। প্রধানমন্ত্রীকে ২৮ দিনের মধ্যে জরিমানা মেটাতে হবে।

চলন্ত গাড়িতে সিট বেল্ট না পরার অভিযোগে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনককে ১০০ পাউন্ট জরিমানা করে পুলিশ। ল্যাঙ্কেশায়ার যাওয়ার পথে তিনি একটি ভিডিও পোস্ট করেছিলেন ইনস্টাগ্রামে। সেই ছবিতেই ধরা পড়ে তিনি ইংল্যান্ডের আইনভঙ্গ করেছেন। গাড়ির পিছনের আসনে বসার সময় তিনি সিট বেল্ট পরেননি, সেই ভিডিও-তে তা স্পষ্ট হতেই প্রধানমন্ত্রীকে জরিমানা করা হয়।

ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর পুলিশের নজরে এসেছিল বিষয়টি। তারপরই প্রধানমন্ত্রীকে জরিমানার নোটিশ ধরায় ল্যাঙ্কেশায়ার পুলিশ। ঋষি সুনক নিজে এই অভিযোগ মেনে নিয়েছেন। ভুলের জন্য ক্ষমাও চেয়েছেন তিনি। উল্লেখ্য, ইংল্যান্ডে সিট বেল্ট না পরলে ১০০ পাউন্ড জরিমানা। আর তা আদালতে গড়ালে ৫০০ পাউন্ড পর্যন্ত জরিমানা হতে পারে।

প্রধানমন্ত্রী ঋষি সুনককে জরিমানা করার বিষয়টি বিবৃতি দিয়ে জানিয়েছে ল্যাঙ্কেশায়ার পুলিশ। পুলিশের পক্ষ থেকে বিবৃতিতে লেখা হয়, ,সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে ল্যাঙ্কেসায়ারে একটি চলন্ত গাড়িতে সিট বেল্ট না পরে ভ্রমণ করছেন এক ব্যক্তি। তাঁকে শর্তশাপেক্ষে নির্দিষ্ট জরিমানা করা হচ্ছে।

তবে ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে তিনিই প্রথন নন। এর আগে বরিস জনসনকেও জরিমানা করা হয়েছিল। কোভিড বিধি ভঙ্গ করার অভিযোগে তাঁকে এবং তাঁর স্রীরিকে জরিমানা করে পুলিশ। ২০২০ সালে প্রধানমন্ত্রীর জন্মদিনের পার্টিতে বিধিভঙ্গের অভিযোগ উঠেছিল। তখনই তাঁকে জরিমানা করা হয়। এবার জরিমানা করা হল বর্তমান প্রধানমন্ত্রী ঋষি সুনককে।

English summary
England PM Rishi Sunak fined by police due to not wearing seat belt.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X