For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টুইটার কিনতে গিয়ে বিপাকে, ৪৪ বিলিয়ন মার্কিন ডলার চুক্তিতে ফেডারেলের তদন্তে ইলন মাস্ক

Google Oneindia Bengali News

টেসলা প্রধান ইলন মাস্ক ৪৪ বিলিয়ন মার্কিন ডলারের টুইটার অধিগ্রহণ চুক্তি সম্পর্কিত বিষয়টি ফেডারেল তদন্তের অধীনে রয়েছে বলে জানা গিয়েছে। বৃহস্পতিবারই আদালতে দায়ের করা এক মামলায় এই তথ্য প্রকাশ্যে এনেছে সোশ্যাল মিডিয়া সংস্থা। টুইটার জানিয়েছে যে তারা মাসের পর মাস ইলন মাস্কের আইনজীবীদের ফেডারেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ সত্ত্বেও তারা সেটা করেনি এবং ডেলাওয়্যার বিচারককে আইনজীবীদের নথি সংগ্রহ করার আদেশ দিতে বলা হয়েছে।

টুইটার কিনতে গিয়ে বিপাকে

প্রসঙ্গত, মাস্কের বিরুদ্ধে টুইটারের মামলাটি ১৭ অক্টোবর উঠবে। টুইটারের পক্ষ থেকে বৃহস্পতিবার জানানো হয় যে সেপ্টেম্বরের শেষের দিকে মাস্কের আইনজীবীরা অনুসন্ধান আটকে রাখার জন্য সনাক্তকারী এক তথ্য বিশেষ সুবিধাভোগী লগ প্রদান করে। এরপর এর খসড়া গত ১৩ মে ই-মেইল মারফৎ মার্কিন সুরক্ষা বাহিনী ও এক্সচেঞ্জ কমিশন ও ফেডারেল ট্রেড কমিশনকে পাঠানো হয়। আদালতে মামলা দায়ের করার সময় টুইটার স্পষ্ট করে বলেন, '‌লুকোচুরির এই খেলা এবার বন্ধ হওয়া উচিত।'‌ তবে ইলন মাস্কের আইনজীবীদের থেকে এ প্রসঙ্গে কোনও মন্তব্য পাওয়া যায়নি।

আদালতে টুইটারের অনুরোধে ৬ অক্টোবর মামলা দায়ের করা হয়। ওই একই দিনে ডেলাওয়্যার বিচারক টুইটার ও মাস্ককে অধিগ্রহণ চুক্তিটি আপাতত বন্ধ করার জন্য মামলাটি স্থগিত রাখেন। অপরদিকে এসইসি মাস্কের টুইটার অধিগ্রহণ নিয়ে প্রশ্ন তুলেছে। এই বছরের এপ্রিলে এসইসি মাস্ককে কেন তাঁর ৯ শতাংশ টুইটার শেয়ারের প্রকাশ দেরিতে হয়েছিল তা নিয়ে প্রশ্ন করে। মাস্ক পরে জানিয়েছিলেন যে তিনি একজন সক্রিয় বিনিয়োগকারী ছিলেন। এ সব কিছুর মধ্যেই টুইটার কিনতে মরিয়া ইলন মাস্ক। চুক্তি চূড়ান্ত হওয়ার আগে সেই মোটা টাকা জোগাড় করতে সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সঙ্গে খানিক ঠাট্টা তামাশাও করছেন মাস্ক। টুইটার অধিগ্রহণের অর্থ সংগ্রহ করতে এক মোক্ষম প্ল্যানের কথা বলেছেন টেসলা প্রধান। ভক্তদের তাঁর পারফিউম 'বার্ন্ট হেয়ার' কেনার কথা বলেছেন তিনি, যাতে টুইটার কেনার অর্থ জলদি জোগাড় হয়ে যায়।

টুইটারের জন্য তহবিল সংগ্রহ করুন বা না করুন, মাস্ক এই বর্তমান প্রস্তাব সম্পর্কে বেশ অবিচল বলে মনে হচ্ছে। অনেকে এমনও বলছেন যে, টেসলার সিইও মরিয়া হয়ে টুইটার কিনতে চান, যাতে টুইটারের সিইও পরাগ আগরওয়ালের সঙ্গে তাঁর ব্যক্তিগত কথোপকথন প্রকাশ্য না আসে। তিনি কোম্পানির জন্য তাঁর মূল ৫৪.২০ মার্কিন ডলারের শেয়ার প্রতি অফার পুনরুত্থিত করেছেন, যার মূল্য ৪৪ বিলিয়ন মার্কিন ডলার। এর আগে তিনি চুক্তি থেকে সরে এসেছিলেন। কারণ, মাস্ক বিশ্বাস করেছিলেন টুইটার তাঁর স্প্যাম অ্যাকাউন্ট নম্বরগুলি ফাঁকি দিয়েছে।

হিমাচল প্রদেশে নির্বাচন ঘোষণা হল, কেন হল না গুজরাতে জেনে নিন হিমাচল প্রদেশে নির্বাচন ঘোষণা হল, কেন হল না গুজরাতে জেনে নিন

English summary
Elon Musk under federal investigation over $44 billion deal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X