For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মেহুল চোকসিকে অ্যান্টিগা থেকে ফেরত আনতে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতেও রাজি ইডি

ফেরােতেই হবে মেহুলকে। মরিয়া হয়ে উঠেছে মোদী সরকার। যেকোনও মূল্যে মেহুল চোকসিকে ভারতে ফেরাতে চায় সরকার।

Google Oneindia Bengali News

ফেরােতেই হবে মেহুলকে। মরিয়া হয়ে উঠেছে মোদী সরকার। যেকোনও মূল্যে মেহুল চোকসিকে ভারতে ফেরাতে চায় সরকার। সেকারণে অ্যান্টিগুয়া সরকারের কাছে বার বার চোকসিকে প্রত্যর্পণের আর্জি জানিয়ে চলেছে মোদী সরকার।

মেহুল চোকসিকে অ্যান্টিগা থেকে ফেরত আনতে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতেও রাজি ইডি

এমনকী অ্যান্টিগুয়াকে ইডির তরফে জানানো হয়েছে চোকসির জন্য এয়ার অ্যাম্বুলেন্সেরও ব্যবস্থা করা হবে। যাতে কোনও রকম শারীরিক অসুবিধার মধ্যে পড়তে না হয় তাকে। এয়ার অ্যাম্বুলেন্সে একজন বিশেষজ্ঞ চিকিৎসকও থাকবেন বলে অ্যান্টিগুয়াকে জানিয়েছে ইডি।

ভারত বারবার প্রত্যর্পণের আর্জি জানালেও অ্যান্টিগুয়া কিন্তু তেমন আগ্রহ দেখায়নি। উল্টে তারা জানিয়েছিল চোকসিকে ফেরাতে তারা আগ্রহী নয়। এই নিয়ে বিস্তর কূটনৈতিক আলোচনার পর অ্যান্টিগুয়া সরকার প্রত্যর্পন মামলা গ্রহণ করে। কিন্তু সেখানে চোকসি জানান তিনি ভীষণ ভাবে অসুস্থ। সফর করার মতো শারীরিক অবস্থা তাঁর নেই। তার প্রেক্ষিতেই ইডি মুম্বই কোর্টকে জানিয়েছেন, শুধুমাত্র শারীরিক অসুস্থার কারণ দেখিয়ে চোকসি এই মামলা থেকে অব্যহতি পেতে পারেন না। তদন্তে স্বার্থে চিকিৎসক সহ এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে প্রস্তুত তাঁরা। যদিও এর পর অ্যান্টিগুয়া সরকার বা মেহুল চোকসি কী পদক্ষেপ করবে তা এখনও জানা যায়নি।

ভারতে ১২০০০ কোটি টাকা ব্যাঙ্ক জালিয়াতির পর অ্যান্টিগুয়ায় আত্মগোপন করে ছিলেন গীতাঞ্জলী জুয়েলারিরা মালিক মেহুল চোকসি এবং নীরব মোদী। নীরব মোদীকেও ফেরানোর উদ্যোগ চলছে। ইতিমধ্যেই লন্ডনে আদালতে নীরব মোদীর জামিনের আর্জি খারিজ হয়ে গিয়েছে। চেষ্টা করা হচ্ছে বিজয় মালিয়ার সঙ্গে নীরব মোদীকেও দেশে ফেরানোর। মোদী টু সরকারের কাছে এটা একটা বড় চ্যালেঞ্জ।

English summary
ED to provide air ambulance with medical experts to bring Mehul Choksi from Antigua
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X