For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

স্তনের আকার কমাতে যন্ত্রণাদায়ক 'ব্রেস্ট আয়রনিং'এর শিকার বহু ! ব্রিটেনে কেন এমন হচ্ছে জানেন

ব্রিটেন জুড়ে এই মুহূর্তে 'ব্রেস্ট আয়রনিং ' একটি প্রাসঙ্গিক বিষয় হয়ে উঠছে। এক সাম্প্রতিক পরিংস্যানে দেখা গিয়েছে বহু মেয়েকেই ১৩ বছরের আগে এই ব্রেস্ট আয়রনিং এর শিকার হতে হচ্ছে।

  • |
Google Oneindia Bengali News

ব্রিটেন জুড়ে এই মুহূর্তে 'ব্রেস্ট আয়রনিং ' একটি প্রাসঙ্গিক বিষয় হয়ে উঠছে। এক সাম্প্রতিক পরিসংখ্যানে দেখা গিয়েছে বহু মেয়েকেই ১৩ বছরের আগে এই ব্রেস্ট আয়রনিং এর শিকার হতে হচ্ছে। স্তনের আকার যাতে কম হয়ে যায়, তার জন্য করা হয় ব্রেস্ট আয়রনিং । কিন্তু কেমন এমন করা হচ্ছে ব্রিটেনে? প্রশ্নের জবাব উঠে এসেছে এক সমীক্ষা ও তার ব্যাখ্যায়।

কোথায় কোথায় প্রবণতা বাড়ছে?

কোথায় কোথায় প্রবণতা বাড়ছে?

ব্রিটেনের একাধিক জায়গায় আফ্রিকার 'ব্রেস্ট আয়রনিং' -এর এই অতি প্রাচীন রীতি প্রচলিত হতে শুরু করেছে। 'দ্য গার্ডিয়ান' এর রিপোর্ট বলছে , লন্ডন, ইর্কশায়ার, এসেক্স, ওয়েস্ট মিডল্যান্ডস এর একাধিক জায়গায় কন্যা সন্তান 'নাবালিকা' হয়ে ওঠার আগেই তাকে 'ব্রেস্ট আয়রনিং' দিতে উদ্যোগী হচ্ছেন তার অভিভাবকরা।

 কেন করা হচ্ছে ব্রেস্ট আয়রনিং?

কেন করা হচ্ছে ব্রেস্ট আয়রনিং?

স্তনের আকার কম করার জন্য ব্রেস্ট আয়রনিং করা হয়। যাতে কোনও পুরুষের লালসার শিকার কোনও মহিলা না হতে পারেন, তার জন্যই প্রাচীন আফ্রিকান এই রীতি। মূলত মেয়েদের ধর্ষণের মত অত্যাচারের হাত থেকে রক্ষা করতেই করা হয় ব্রেস্ট আয়রনিং।

 ব্রিটেনে কতজনকে 'ব্রেস্ট আয়রনিং' করা হয়েছে?

ব্রিটেনে কতজনকে 'ব্রেস্ট আয়রনিং' করা হয়েছে?

এপর্যন্ত সমীক্ষার রিপোর্টে বলা হচ্ছে, প্রায় ১০০০ মেয়েকে ব্রেস্ট আয়রনিং এর শিকার হতে হয়েছে। ইতিমধ্যেই এই পদ্ধতিকে 'অপরাধ' এর তকমা দিয়েছে রাষ্ট্রপুঞ্জ। মনে করা হয় লিঙ্গ বিষয়ক হিংসার জন্ম দিয়ে থাকে এই ধরনের প্রথা। পাশাপাশি মানাবাধিকারও লঙ্ঘিত হয় বলে বহু রিপোর্টে প্রকাশ্যে এসেছে।

 যন্ত্রণাদায়ক এই প্রথা কীভাবে করা হয়?

যন্ত্রণাদায়ক এই প্রথা কীভাবে করা হয়?

আগুনের মধ্যে ঝলসে রাখা হয় একটি পাথরকে। যে তপ্ত পাথর কমবয়সী মেয়েদের স্তনে বুলিয়ে দেওয়া হয়। প্রাচীন আফ্রিকা মনে করত এতে মহিলাদের স্তনের আকার কমে যায়, তবে বিজ্ঞান বলছে এই ধরনের ঘটনায়, ব্রেস্ট ক্যানসার, ব্রেস্ট ফিডিং এর সমস্যার সম্ভাবনা বেড়ে যায়। পাশাপাশি মানসিক আতঙ্কও তৈরি হতে থাকে। ইতিমধ্যেই লন্জন পুলিশ এই অবৈধ প্রথা রোখবার জন্য তৎপর হয়েছে। তবে ধর্ষণের মত নারকীয় ঘটনা এড়াতে , শেষ পর্যন্ত 'ব্রেস্ট আয়রনিং'এর মত প্রথার শিকার হতে হচ্ছে অল্প বয়সী মেয়েদের.. এই ছবি ২০১৯ সালের প্রগতির প্রেক্ষাপটে নিঃসন্দেহে করুণ ।

English summary
An African practice of “ironing” a girl’s chest with a hot stone to delay breast formation is spreading in the UK to “protect” young girls from unwanted male attention, sexual harassment and rape, a media report said on Saturday.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X