For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চিনে বৈঠকে অজিত ডোভাল, ডোকলাম বিতর্ক নিয়ে সমাধান সূত্র বেরল কি

এখন ডোভালের চিন সফরের পর পরিস্থিতি কিছুটা শান্ত হতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

  • |
Google Oneindia Bengali News

ব্রিকস সম্মেলন উপলক্ষ্যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বিশেষ বৈঠকে যোগ দিতে ভারতের এনএসএ প্রধান অজিত ডোভাল উড়ে গিয়েছেন চিনে। আড়ালে মূল উদ্দেশ্য ডোকলাম নিয়ে চলতে থাকা বিতর্কের সমাধানসূত্র বের করে দেশে ফেরা। তবে সেই সমাধান সূত্রে এখনও পুরোপুরি বের করতে পারেননি ভারতের 'ক্রাইসিস ম্যান' অজিত ডোভাল।

[জেনে নিন ডোকলাম সমস্যার ইতিবৃত্ত][জেনে নিন ডোকলাম সমস্যার ইতিবৃত্ত]

চিনে বৈঠকে অজিত ডোভাল, ডোকলাম নিয়ে সমাধান সূত্র বেরল কি

গত একমাসের বেশি সময় ধরে ডোকলামের তরাই এলাকায় সেনা মোতায়েন নিয়ে ভারত-চিন দুই দেশের মধ্যে বিতর্ক চলছে। সেনা না সরালে বারবার ভারতকে যুদ্ধের হুঁশিয়ারি দিচ্ছে চিন। তবে এখন ডোভালের চিন সফরের পর পরিস্থিতি কিছুটা শান্ত হতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

ভূটান-ভারত-চিন সীমান্তের ত্রিভূজাকৃতি বিতর্কিত ডোকলাম এলাকা নিয়ে দুটি দেশই উত্তেজনারহিত হয়ে সমাধানসূত্র বের করতে চাইছে বলে খবর।

অজিত ডোভাল নিজে চিনা রাষ্ট্রপতি শি জিনপিং ও অন্য উচ্চ আধিকারিকদের সঙ্গে দেখা করেছেন। তবে ভারত-চিন দুই পক্ষই একে অপরকে নিশ্চয়তা দেয়নি। তা সত্ত্বেও গত চার দশকে দুই দেশের সম্পর্কের ইতিহাস দেখলে ধরে নেওয়া যায়, আগামিদিনে আলোচনার মাধ্যমেই ডোকলাম সমস্যার সমাধান বের হতে চলেছে।

ঘটনা হল, ভারত ডোকলাম এলাকায় সেনা মোতায়েন করে ফেলায় দেশের মধ্যে কমিউনিস্ট পার্টির একটা বড় অংশ জিনপিংয়ের সরকারের উপরে চাপ সৃষ্টি করেছে। যার ফলে চিনের অভ্যন্তরে সরকার সমস্যায় পড়ে গিয়েছে। আর সেজন্যই মরিয়া হয়ে বারবার ভারতীয় সেনাকে পিছু হঠতে বলা হচ্ছিল। তবে এখন আলোচনার মাধ্যমেই সমাধানসূত্র বের হতে চলেছে বলে খবর।

English summary
Doval in China: No solution to Doklam standoff, but tensions will not escalate
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X